কেন্দ্রের তালিকায় প্রথম দশে যাদবপুর, কলকাতা; স্থান পেল রাজ্যের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানও

আবারও দেশের শিক্ষার জগতে জয়জয়কার বাংলার। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রকাশিত দেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় প্রথম একশো’র মধ্যে জায়গা করে নিয়েছেন পশ্চিমবঙ্গের সাতটি শিক্ষাপ্রতিষ্ঠান। আগের বারের মতো এবারেও প্রথম দিকে জায়গা করে নিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, আইআইটি খড়গপুর।

ভারতের কেন্দ্রীয় সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে প্রতি বছরই দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলির একটি ক্রম তালিকা তৈরি করা হয়। যেখানে পড়াশোনার মান, গবেষণা-সহ বেশ কিছু বিষয় দেখা হয়। সেই তালিকাতেই সেরাদের মধ্যে জায়গা করে নিল রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানগুলি। সার্বিক বিচারে আইআইটি খড়গপুর পঞ্চম স্থান অর্জন করেছে; আর কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয় যথাক্রমে ১১ ও ১২ নম্বর স্থান নিয়েছে। দেশের বিশ্ববিদ্যালয়গুলির বিচারে অবশ্য এই দুই শিক্ষাপ্রতিষ্ঠান অনেকটা এগিয়ে। সেই বিচারে যাদবপুর সবাইকে ছাপিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে। কলকাতা’র স্থান সপ্তমে। ইঞ্জিনিয়ারিং বিভাগের দিক থেকে আইআইটি খড়গপুরকেও ছাপিয়ে গেছে যাদবপুর।  

একইভাবে প্রথম ১০০-য় জায়গা করে নিয়েছে আইআইএসইআর কলকাতা, বিশ্বভারতী, এনআইটি দুর্গাপুর, কল্যাণী ও বর্ধমান বিশ্ববিদ্যালয়। তবে প্রেসিডেন্সি জায়গা পায়নি প্রথম ১০০-তে। জায়গা পায়নি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ও। তবে এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাশে জায়গা করে নিয়েছে বেশ কিছু কলেজও। যাদের মধ্যে বেথুন কলেজ (৮৮), লরেটো কলেজ (৭৫), লেডি ব্রেবোর্ন কলেজ (৯৪) ইত্যাদি কলেজগুলি রয়েছে। সব মিলিয়ে এমন চিত্রে খুশি রাজ্যের শিক্ষা দফতর। 

Powered by Froala Editor

আরও পড়ুন
যাদবপুরের দেওয়ালে দৃষ্টিহীনদের জন্য ব্রেইল গ্রাফিটি, রাজ্যে প্রথম, সম্ভবত ভারতেও