বীরভূমের 'গো-পরব' যেন না-মানুষদের ভাইফোঁটা

বিশাল এই বাংলার আনাচে-কানাচে ছড়িয়ে আছে কত না উৎসব, কত পরব। নাগরিক সমাজের কাছে অনেকসময় এসে পৌঁছোয় না এইসব উৎসবের কথা। বছরের পর বছর ধরে চলে আসা ‘গোবর্ধন পরব’ বা ‘গরু পরব’ তেমনই একটি উৎসব।

গোবর্ধন অর্থাৎ গো+বর্ধন – গরু ও অন্যান্য গবাদিপশুর দেখভাল, যত্নআত্তি, বৃদ্ধি ইত্যাদির মাধ্যমে সামাজিক ভারসাম্য বজায় রাখাই এই উৎসবের মূল উদ্দেশ্য। পরবের কেন্দ্রে গরু থাকলেও, বাদ যায় না ছাগল, কুকুর ইত্যাদি প্রাণীও। ভাইফোঁটার আগের দিন গরুকে প্রথমে ভালো করে স্নান করানো হয়। তারপর শিঙে তেল মাখিয়ে, সিঁদুর পরানো হয় কপালে। তারপর ভালো করে খাইয়েদাইয়ে, লাল গরুর গায়ে সাদা আর সাদা গরুর গায়ে লাল ছোপ দেওয়া হয়। মূলত আতপ চাল বেঁটে বড় কলকে বা গ্লাসে করে দেওয়া হয় এই গোল ছাপ।

বীরভূমের গৌড়নগরে তেমনই এক গোবর্ধন পরবের ছবি উপহার দিলেন উজ্জ্বল পাল। দেখুন - 

More From Author See More