দুর্যোগের যে চরম শিখর এখনও পৃথিবী দেখেনি, গত সপ্তাহেই তার ইঙ্গিত দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেইমতো যত দিন গড়াচ্ছে, করোনা ততই থাবা বসাচ্ছে পৃথিবীর ওপর। আর দেখতে দেখতেই পৃথিবীতে সংক্রমণের মোট সংখ্যা গিয়ে দাঁড়াল ১ কোটি ৯১ লক্ষ। মৃত্যু ৭ লক্ষের সীমা পেরিয়ে ৭ লক্ষ ১৪ হাজার।
পৃথিবীতে এখনও মৃত্যুর সংখ্যা এবং সংক্রমণের নিরিখে শীর্ষস্থানে রয়েছে আমেরিকা। আক্রান্ত প্রায় ৫০ লক্ষ মানুষ। মৃত্যু হয়েছে ১ লক্ষ ৬২ হাজারের। তারপরেই রয়েছে ব্রাজিল। ব্রাজিলেও মৃত্যুর সংখ্যা প্রায় ১ লক্ষ ছুঁই ছুঁই। সংক্রমণের নিরিখে তৃতীয় স্থানে থাকা ভারতের মৃত্যুর সংখ্যা অনেকটা কম হলেও, সবথেকে দ্রুতগতিতে ভাইরাস ছড়াচ্ছে ভারতেই। একদিনে ভারতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬২ হাজার মানুষ। যা ব্রাজিল এবং আমেরিকার দৈনিক আক্রান্তের সংখ্যা থেকেও বেশি। এদিন ভারতের মোট আক্রান্তের সংখ্যাও ছাড়িয়ে গেল ২০ লক্ষের গণ্ডি। ভয়ঙ্কর পরিস্থিতি যে আসন্ন, তা বুঝতে অবকাশ নেই।
গত দু’সপ্তাহের রিপোর্টের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, প্রতিদিন বিশ্বে গড় মৃত্যুর সংখ্যা ছুঁয়েছে ৫৯০০। অর্থাৎ প্রতি ঘণ্টায় মৃত্যুর সংখ্যা ২৪৭। বা বলা যায় প্রতি ১৫ সেকেন্ডেরও কম সময়ে করোনা কেড়েছে একটি করে প্রাণ। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে সামনে। অন্যদিকে ব্রাজিল, আমেরিকা এবং ভারতকে বাদ দিলে দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো এবং পেরুর মত দেশগুলির অবস্থাও বেশ শোচনীয়। এমনকি শুধুমাত্র ল্যাটিন আমেরিকাতেই ঘটেছে গোটা বিশ্বের মোট মৃত্যুর ৩০ শতাংশ ঘটনা। পরিস্থিতি কীভাবে স্বাভাবিক করা যায়, তা এখনও জানা নেই কারোরই। করোনা আবহ স্পষ্টতই বুঝিয়ে দিচ্ছে, ভ্যাকসিন না এলে পরিত্রাণ নেই বিশ্বের...
Powered by Froala Editor
আরও পড়ুন
করোনায় টান পড়েছে ইলিশেও, হাপিত্যেশ ক্রেতা থেকে বিক্রেতা সকলেরই