পোষ্য দেখভালের পরিবর্তে থাকা-খাওয়া, আশ্চর্য অভিজ্ঞতা ভূপর্যটক দম্পতির

শখ থাকলেও, ক’জনেরই বা সাধ্য থাকে বিদেশভ্রমণের? বিদেশে থাকা-খাওয়া, ঘুরে দেখার খরচ আকাশচুম্বী তো বটেই; সেইসঙ্গে যাতায়াতের জন্যও দরকার মোটা অঙ্কের টাকা। কিন্তু নিখরচায় যদি ঘুরে দেখা যায় বিশ্বের সমস্ত দেশ? হ্যাঁ, নিখরচায়। এবার এমনটাই করে দেখালেন যুক্তরাজ্যের নরফোকের দুই বাসিন্দা।

জোনাথন এবং জুলি অ্যাশওয়ার্থ (Jonathon And Jully Ashworth)। না, কোনো অসৎ পথে কিংবা স্ক্যামিং করে নয়, স্রেফ হাউস সিটিং (House Sitting) বা গৃহ পরিচারিকার কাজ করেই বিশ্বভ্রমণ করছেন এই ব্রিটিশ দম্পতি। আরও বিশেষভাবে বলতে গেলে পোষ্যের দেখভাল করেই এই বিশ্বভ্রমণ তাঁদের। অবাক লাগলেও এমনটাই সত্যি।

আর পাঁচজনের মতো তরুণ বয়স থেকেই বিশ্বভ্রমণের শখ থাকলেও অর্থের জোগাড়ই ছিল অ্যাশওয়ার্থ দম্পতির মূল প্রতিবন্ধকতা। কিন্তু স্বপ্নকে তো আর হেলাফেলা করা যায় না। আজ থেকে পাঁচ বছর আগের কথা। ২০১৭ সালে জোনাথন অবসর নেওয়ার পরেই নরফোকের বাড়ি বিক্রি করে দেন অ্যাশওয়ার্থ দম্পতি। সেই টাকা দিয়েই বেরিয়ে পড়েন বিশ্বভ্রমণের উদ্দেশে। তবে তা দিয়ে যে খুব বেশিদিন চলবে না, এও বেশ ভালো মতোই জানতেন জোনাথন ও জুলি। তবে উপায়? 

ফ্রান্সে পৌঁছে সেই ব্যবস্থা হয়ে গেল। বেশ কিছুদিন ঘোরাঘুরির পর, ফ্রান্সেরই এক প্রান্তিক প্রদেশে ‘কাজ’ পেলেন জোনাথন ও জুলি। খামার পরিচর্যার কাজ। সংশ্লিষ্ট খামার মালিকের সঙ্গে আলাপ হয়েছিল বেড়াতে গিয়েই। এমনকি অতিথি হিসাবে তাঁর বাড়িতে কিছুদিন কাটিয়েও ছিলেন অ্যাশওয়ার্থ দম্পতি। ফলে কাজ পেতে খুব একটা বেগ পেতে হয়নি। বিনামূল্যে থাকা-খাওয়ার ব্যবস্থা তো হয়েই যায়, সেইসঙ্গে সাধ্যমতো বেতনও দিতেন খামার মালিক। অল্প হলেও, তাই বা কম কীসের? সেই অর্থ দিয়েই ছুটির দিনে ফ্রান্সের অন্যান্য অঞ্চল ঘুরে বেড়াতেন অ্যাশওয়ার্থ যুগল।

আরও পড়ুন
মধ্যপ্রদেশের প্রত্যন্ত গ্রামে স্কেটিং-চর্চা, নেপথ্যে জার্মান পর্যটক

তবে শুধু ফ্রান্সই নয়। ইতিমধ্যেই থাইল্যান্ড, স্পেন, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, ডেনমার্ক এবং অস্ট্রেলিয়া ঘুরে ফেলেছেন জোনাথন এবং জুলি। কখনো হাঁস-মুরগি, গরু, শূকর প্রতিপালন করেছেন, কোথাও আবার দেখভাল করেছেন পোষ্য বিড়াল বা কুকুরের। সমবিলিয়ে এক বিচিত্র অভিজ্ঞতা। বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনির নিকটবর্তী ম্যানলিতে রয়েছেন তাঁরা। খানিক অর্থ সঞ্চয় হলেই আবার সেখান থেকে পাড়ি দেবেন নতুন কোনো দেশে। এমন রোমাঞ্চকর জীবনযাপন আর ক’জনের ভাগ্যেই বা জোটে? 

আরও পড়ুন
পর্যটক প্রবেশ নিষিদ্ধ ‘কৈলাসা’-য়, ঘোষণা স্বঘোষিত রাষ্ট্রপতি নিত্যানন্দের

Powered by Froala Editor

আরও পড়ুন
অবাধ জমিদখল, সঙ্গে পর্যটকদের বিশৃঙ্খলা; সোনাঝুরির হাট বন্ধের দাবি আদিবাসীদের

Latest News See More