গ্রাম গঞ্জের মাটির ঘরের কথা তো আমরা শুনেইছি। কেউ কেউ সচক্ষে দেখেওছেন সেসব। কিন্তু খোদ শহরে মাটির ঘর করে বসবাস করছে মানুষ, এমন ঘটনা শুনেছেন কি কখনও? পুনের মতো শহরের বুকে এমনই কাদামাটির ঘর তৈরি করেছেন এক দম্পতি। যেখানে ইটের লেশমাত্রও নেই।
আনভিত ফাটক এবং তাঁর স্ত্রী নেহা’র এই ‘স্বপ্নের বাড়ি’ এখনও সম্পূর্ণ তৈরি হয়নি। তবে অপেক্ষা আর মাত্র কয়েক মাসের। অবশ্য এরকম বাড়িও যে হতে পারে, তা জানতেন না পেশায় একটি স্কুলের প্রিন্সিপল আনভিত। এরই মধ্যে পুনে শহরের কোথরাডে নিজের জন্য জমি কিনেছিলেন তিনি। আর তারপরেই মাড হাউজ বা কাদা মাটির ঘরের কথা শোনেন তিনি। শোনেন এর উপকারিতার কথা। অতঃপর, নিজের দোতলা বাড়িও সেইভাবেই বানানোর উদ্যোগ নেন তিনি।
মাটির ঘর প্রাকৃতিকভাবে ঘরের ভেতরের তাপমাত্রা ঠিক রাখে। প্রচণ্ড গরম ও কনকনে শীত— দুটোর হাত থেকেই মুক্তি পাওয়া যায় এর ফলে। আলাদা ভাবে পাখা, এসি বা কুলারের কোনো দরকারই পড়ে না। ফলে বিদ্যুৎ খরচ অনেক কম হয়। এছাড়াও, এই বাড়ি তৈরি করতে কোনো প্রকার ইট, সিমেন্ট, কংক্রিটের প্রয়োজন হয় না। ফলে খরচ তো বাঁচেই, উপরন্তু পরিবেশও সুস্থ থাকে। ইতিমধ্যেই ভারতের অল্প কিছু জায়গায় এরকম বড়, আধুনিক মাড হাউজের বাস্তব রূপায়ণ হয়েছে। তারই নবতম সংযোজন পুনের আনভিত ও নেহা ফাটকের এই দোতলা বাড়ি।