করোনাভাইরাসের মোকাবিলা করতেই দেশ জুড়ে লকডাউন। আর এই পরিস্থিতিতেই রাজ্যের কোথাও কোথাও আকাশছোঁয়া জিনিসপত্রের দাম। মাছের বাজারের ক্ষেত্রেও এই ছবি একইরকম। যে যার মতো দাম হাঁকছেন বিক্রেতারা। পরিস্থিতি সামাল দিতে ব্যবস্থা নিল রাজ্য সরকার। তৈরি হল অ্যাপ। অর্ডার করলেই কলকাতার যেকোনো বাড়িতে পৌঁছে যাবে মাছ। এমনটাই জানালেন রাজ্য সরকারের এক আধিকারিক।
আরও পড়ুন
অস্থায়ী হাসপাতালের পরিকল্পনা, অ্যাডামাস ইউনিভার্সিটি ব্যবহারের প্রস্তাব সরকারকে
মৎস্যবিভাগের আধিকারিকরা জানিয়েছেন, বিভিন্ন জেলাতেও গাড়ি করে বিক্রি করা হবে মাছ। মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানান, বাজারের হঠাৎ দ্রব্যমূল্য বৃদ্ধি বাগে আনতেই এই পদক্ষেপ। পাওয়া যাবে রুই, কাতলা, চিংড়ি, মৃগেল, তেলাপিয়া, গ্রাস কার্প। সরবরাহ করা হবে সরকারি বা সরকারি অনুদানপ্রাপ্ত ফার্মগুলি থেকেই।
আরও পড়ুন
দাম মাত্র ২৫০, করোনার টেস্টকিট তৈরি করে বাজিমাত বাঙালির
সমস্ত জেলা আধিকারিকদেরই বলা হয়েছে পর্যাপ্ত মাছে সরবরাহ বজায় রাখতে। ইতিমধ্যেই গুগল প্লেস্টোর থেকে নামানো যাচ্ছে এসএফডিসি (SFDC) অ্যাপ। সূত্রের খবর নলবনে নিগমের বিশাল জলাশয় থেকে ধরা হয়েছে সাড়ে তিনশো কেজি মাছ। দশটি গাড়ি করে বিক্রি করা হয়েছে সল্টলেক, টালিগঞ্জ, যাদবপুরের মতো বিভিন্ন জায়গায়। আগামী সোমবার থেকে চলবে আরও দশটি গাড়ি। বলাই বাহুল্য মূল্যনিয়ন্ত্রণ এবং করোনার সময় যাতে বাড়ি থেকেই মিলতে পারে খাদ্যসামগ্রী, তার জন্য এ এক অভিনব পন্থা।