কয়েক দশক স্থায়ী হবে করোনার প্রভাব, আশঙ্কার কথা শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

দেখতে দেখতে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ কোটি ৭৬ লক্ষ। মৃত্যু হয়েছে ৬ লক্ষ ৮০ হাজার মানুষের। করোনাভাইরাসের ভ্যাকসিন কবে আসবে, তার জন্যই কার্যত অপেক্ষায় মুখিয়ে রয়েছে গোটা বিশ্ব। অপেক্ষা করে আছে মুক্তির স্বাদ পাওয়ার জন্য। কিন্তু এত সহজে যে পরিত্রাণ নেই মারণ ভাইরাসের থেকে। তারই ইঙ্গিত দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি বৈঠকে অশনি সংকেত শোনালেন সংস্থার প্রধান ট্রেডোস আধানম ঘেব্রিয়েসাস। অনেক দেশই মনে করছিল করোনাভাইরাসকে ২০২১ সালের মধ্যেই নির্মূল করা সম্ভব হবে। খানিকটা উল্টোদিকে গিয়েই ট্রেডোস জানালেন, ২০২১ তো দূরের কথা। ভাইরাসের প্রভাব স্থায়ী হবে আগামী কয়েক দশক অবধি।

এর আগেও বহু মহামারীর মুখোমুখি হয়েছে পৃথিবী। কিন্তু জিকা ভাইরাস, ইবোলা, পোলিও কিংবা সোয়াইন ফ্লু’য়ের সময়ও এত বড় চ্যালেঞ্জের মুখে পড়েনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আগের মহামারীগুলির তথ্যের ভিত্তিতেই করোনাভাইরাসের সংক্রমণকে বিশ্বের ইতিহাসে ভয়ঙ্করতম মহামারী হিসাবেও আখ্যা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংক্রমণের প্রায় ছ’মাস পরেও ভাইরাসের ক্রমবর্ধমান সংক্রমণ অবাক করেছে WHO-কে। শেষ ৪০ দিনে আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে পৃথিবীতে।

ভ্যাকসিন বাজারে এলেও তা কত দ্রুত সীমাবদ্ধ করতে পারবে সংক্রমণকে, সন্দেহ রয়েছে সে ব্যাপারেও। ট্রেডোস উল্লেখ করেন, সুস্থতার দিকে ফেরা দেশগুলোতেও নতুন করে ছড়াচ্ছে ভাইরাসের সংক্রমণ। এতএব, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার একমাত্র উপায় এখন স্বাস্থ্যবিধি মেনে চলা। অন্যথায় ঘনিয়ে আসতে পারে আরও বিপদ। সংক্রমণের সর্বোচ্চ শিখরে এখনও পৌঁছায়নি পৃথিবী...

Powered by Froala Editor

Latest News See More