৬ মাসের বেশি সময় গেল, অথচ করোনা ভাইরাসের চোখ রাঙানি এখনও অব্যাহত। বিশেষ করে ভারতে করোনা সংক্রমণের সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে। ফল স্বাস্থ্য বিভাগের পাশাপাশি চিন্তার ভাঁজ পড়েছে সাধারণ মানুষের কপালেও। কেন্দ্রীয় পরিসংখ্যান বলছে, প্রতিদিন বেড়ে চলেছে করোনা সংক্রমণের হার। আর গত ২৪ ঘণ্টায় সেই মাত্রাটা নতুন রেকর্ড ছুঁয়েছে।
স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় এদেশে ২৭ হাজার ১১৪ জন নতুন করে কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। আগের দুদিনে সংখ্যাটা ছিল ২৬ হাজার এবং ২৫ হাজারের ঘরে। এই নিয়ে দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮ লক্ষ ২০ হাজার ৯১৬ জন।
সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি বেড়ে চলেছে মৃত্যুর হারও। গত ২৪ ঘণ্টাতেই মৃত্যু হয়েছে ৫১৯ জনের। এই নিয়ে ২২ হাজার ১২৩ প্রাণ নিল করোনা ভাইরাস। রাজ্যগুলির মধ্যে প্রথম স্থানে আছে মহারাষ্ট্র। সেখানে মৃতের সংখ্যা ৩ হাজারের বেশি। গুজরাটেও ২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
প্রাথমিক ধাক্কা সামলে কেরালায় করোনা সংক্রমণ মোটামুটি নিয়ন্ত্রণে আনা গেলেও, মহারাষ্ট্রের পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে। এমনকি একেবারেই নিরাপদ নয় পশ্চিমবঙ্গও। পরিসংখ্যান বলছে এখানে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৯৮ জন নতুন করে আক্রান্ত হয়েছেন, মৃতের সংখ্যা ২৭। এই নিয়ে রাজ্যে এখনও অবধি আক্রান্তের সংখ্যা ২৭১০৯ এবং তার মধ্যে ৮৮০ জনের মৃত্যু হয়েছে। তবে এসবের পাশাপাশি ভারতে করোনা আক্রান্ত ব্যক্তিদের সুস্থ হয়ে ওঠার হার বেড়েছে। এটাই আশার খবর। আক্রান্তদের মধ্যে ৫ লক্ষের বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ সংখ্যাটা ৬২ শতাংশের বেশি। তবে ক্রমাগত সংক্রমণ বেড়ে যাওয়ার পথ আটকাতে কী ব্যবস্থা নেওয়া যায়, সেকথাই ভাবছেন সকলে। লকডাউন কি তাহলে পুরোপুরি ব্যর্থ হল? উঠছে প্রশ্ন।
আরও পড়ুন
করোনা টেস্টে আক্রান্তের হারে দেশের সার্বিক গড়কেও ছাপিয়ে গেল রাজ্য
Powered by Froala Editor