দুর্গাপূজার নবমী নিশি এসেই গেল। বাঙালির গ্র্যান্ড ইভেন্ট বলে কথা! একটু আনন্দ হবে না! কিন্তু এইবছর ছবিটা একটু অন্যরকম। সৌজন্যে করোনা ভাইরাস। স্বাস্থ্য মন্ত্রক, চিকিৎসক মহল থেকে বারবার জানানো হয়েছে, এইবারের পুজো একটু সাবধানে উদযাপন করতে। যাতে দিনের শেষে সবাই সুস্থ থাকেন। কিন্তু সেই সাবধানতার ছবি কি সত্যিই দেখা যাচ্ছে? অন্তত সাম্প্রতিক তথ্য তা বলছে না একেবারেই। বরং যে ছবি উঠে আসছে, তা নতুন করে ভয় বাড়ানোর জন্য যথেষ্ট।
পুজোর দিন থেকেই চিকিৎসকরা সতর্ক করে দিয়েছিলেন বঙ্গবাসীকে। ভবিষ্যতের পরিস্থিতির দিকে নজর রেখে কলকাতা হাইকোর্টও পদক্ষেপ নিয়েছে। তবে তার মধ্যেই নতুন করে বেড়ে চলেছে করোনা সংক্রমণ। কেবল সপ্তমীর দিনই রাজ্যে এক ধাক্কায় আক্রান্ত হয়েছেন ৪১৪৩ জন। শুধু তাই নয়, মৃত্যুর সংখ্যাও বিগত দিনের রেকর্ডকে ছাপিয়ে গেছে। শুক্রবার ৬০ জন মারাও গেছেন বলে স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর। তথ্য দেখাচ্ছে, সপ্তমীই নয়; বিগত বেশ কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ ও মৃত্যুর গ্রাফ ঊর্ধ্বমুখী।
এমন পরিস্থিতিতে অষ্টমীর পরিস্থিতি কেমন? ভালো করে দেখলে, করোনা ভাইরাস যে আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। শেষ পাওয়া খবর পর্যন্ত, শনিবার ৪১৪৮ জন ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যাও ৬০ ছুঁইছুঁই। তার মধ্যেই মানুষজন বেরোচ্ছে রাস্তায়। অন্যবারের তুলনায় জাঁকজমক আর ভিড় কম হলেও, একেবারে যে বন্ধ হয়নি সেটা রাস্তার দৃশ্য দেখলেই বোঝা যাচ্ছে। যদি এমনই হয়, তাহলে আগামী দিনে ব্যাপকহারে বাড়তে পারে সংক্রমণ, আশঙ্কা চিকিৎসকদের। এর মধ্যেই শীতকাল দোরগোড়ায়। আর উৎসবের মরসুম এখনও শেষ হয়নি। তাই আগামী দিনগুলো যে চ্যালেঞ্জিং, সে কথা স্বীকার করে নিচ্ছেন প্রশাসন। কিন্তু আমাদের হুঁশ কি ফিরবে?
Powered by Froala Editor
আরও পড়ুন
বহন করেছেন ২০০ জনের মৃতদেহ, করোনাতেই থামলেন অ্যাম্বুলেন্স চালক