শীতকালীন অলিম্পিকের প্রস্তুতি তুঙ্গে, ফের বিতর্কে চিন

করোনা অতিমারীর মধ্যেই নানা বিতর্ক পেরিয়ে বেশ ভালোভাবেই অনুষ্ঠিত হয়েছে টোকিও অলিম্পিক। এবার পালা শীতকালীন অলিম্পিকের। তারও দিনক্ষণ ঠিক হয়ে গিয়েছে। ৪ ফেব্রুয়ারি চিনের রাজধানী বেজিং (Beijing) শহরে শুরু হতে চলেছে শীতকালীন অলিম্পিক (Winter Olympics)। অবশ্য মূল অলিম্পিকের মতোই এবারেও বিতর্ক পিছু ছাড়ছে না। বেশ কয়েকমাস আগেই গোটা দেশকে করোনামুক্ত ঘোষণা করেছে চিন সরকার। এর মধ্যে অলিম্পিকের কারণে আবার সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন অনেকে। পাশাপাশি অলিম্পিকের আয়োজনের জন্য বিপুল পরিমাণ খরচ করতে গিয়ে দেশের প্রান্তিক মানুষদের ওপর অবিচার আরও প্রকট হয়ে উঠছে বলে অভিযোগ জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলি। এমনকি চিনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কয়েকজন সদস্যও অলিম্পিকের আয়োজন বন্ধ করার দাবি জানিয়েছেন।

তবে সমস্ত বিতর্ককে উপেক্ষা করেই অলিম্পিকের আয়োজন নিয়ে কড়া অবস্থান নিয়েছে বেজিং। অলিম্পিক থেকে সরে দাঁড়ানোর অর্থ বিশ্বের সমস্ত ক্রীড়া প্রতিষ্ঠানের সঙ্গে সুসম্পর্ক ছিন্ন করা। কোনো আধুনিক রাষ্ট্রের কাছেই এটা কোনো রাস্তা হতে পারে না, স্পষ্ট জানিয়ে দিয়েছে সরকার। পাশাপাশি শুরু হয়ে গিয়েছে অলিম্পিক ভিলেজ প্রস্তুতির কাজও। প্রায় ৩.৩ লক্ষ বর্গমিটার এলাকা ঘিরে তৈরি হয়েছে ছাউনি। সেখানে চিনের ইতিহাসের নানা প্রতিকৃতির পাশাপাশি রয়েছে চিরাচরিত ভেষজ চিকিৎসা পদ্ধতি সংক্রান্ত নানা নিদর্শন। অবশ্য এই বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। চিনের প্রাচীন চিকিৎসা পদ্ধতির মধ্যে নানা ধরনের অপবিজ্ঞান এবং কালাজাদুর উল্লেখ পাওয়া যায়। সেইসঙ্গে প্রাণী হত্যার বিষয়টিও জড়িয়ে থাকে। এই সমস্ত উদাহরণ সামনে এলে চিনের সম্মান আসলে খর্ব হবে বলেই মনে করছেন অনেকে।

তবে আসন্ন শীতকালীন অলিম্পিকের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন খেলোয়াড়রা। এবার শেষবারের মতো শীতকালীন অলিম্পিকে অংশ নিতে চলেছেন একসময়ের স্পিড স্কেটিং চ্যাম্পিয়ন জিগনিউ ব্রোডকা। ৩৭ বছর বয়সে এসেও তিনি এখন চিনের সমস্ত খেলোয়াড়দের মধ্যমণি। এছাড়াও রয়েছেন পূর্ববর্তী শীতকালীন অলিম্পিকে সোনাজয়ী কার্লার জন সাসটার। টোকিও অলিম্পিকে দ্বিতীয় স্থানে থাকা চিন কি শীতকালীন অলিম্পিকে বাজিমাত করতে পারবে? আপাতত এই প্রশ্নটাই সবচেয়ে গুরুত্ব দিয়ে দেখছে বেজিং।

Powered by Froala Editor

আরও পড়ুন
৮ মাসের শিশুর প্রাণ বাঁচাতে অলিম্পিক পদক নিলামে তুললেন পোলিশ তরুণী