করোনা অতিমারীর প্রকোপ কাটিয়ে একটু একটু করে বাইরে বেরোতে শুরু করেছেন সকলেই। আর এর মধ্যেই পর্যটনের নতুন দিগন্ত খুলে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে হাজির অরবাইটাল অ্যাসেম্বলি কর্পোরেশন। অপেক্ষা আর মাত্র বছর চারের। ২০২৫ সালের মধ্যেই মহাকাশের বুকে তৈরি হতে চলেছে প্রথম বিলাসবহুল হোটেল। হ্যাঁ, সাধারণ যাত্রীদের কথা মাথায় রেখেই শুরু হতে চলেছে এই মহাকাশ ভ্রমণ প্রক্রিয়া।
এর আগে রাশিয়ার মহাকাশ সংস্থার উদ্যোগে মহাকাশ পর্যটনের ব্যবস্থা থাকলেও পৃথিবীর বাইরে হোটেলের কথা কল্পনাই করা যেত না। তাছাড়া অভিকর্ষশূন্য এলাকায় ঘুরে বেড়ানোর জন্য প্রয়োজন ছিল বিশেষ প্রশিক্ষণেরও। এখন আর সেসবের বালাই নেই। কারণ ভয়েজ স্পেস স্টেশনে থাকছে কৃত্রিম অভিকর্ষ শক্তি। মানুষ সেখানে চলেফিরে বেড়াতে পারবেন ঠিক পৃথিবীর মতোই। আর বাকি বন্দোবস্ত? সেও একেবারে বিলাসবহুল রিসর্টের মতো।
অরবাইটাল অ্যাসেম্বলি কর্পোরেশনের এই উদ্যোগের পরিকাঠামো পরিচালনার দায়িত্বে রয়েছে গেটওয়ে ফাউন্ডেশন। তাঁরা জানিয়েছেন, স্পেস স্টেশনকে ঘিরে যাত্রীদের থাকার বন্দোবস্ত যেমন থাকবে, তেমনই থাকবে রেস্তোঁরা, বার, সুইমিং পুল ও অন্যান্য সবই। আর প্রয়োজনে কোনো সরকারি বা বেসরকারি সংস্থা এই স্টেশন ভাড়াও নিতে পারেন। সেক্ষেত্রে মাথাপিছু খরচ কমবে অনেকটাই। যদিও সাধারণ যাত্রীদের জন্য ঠিক কত খরচ হবে তা এখনও ঠিক করা হয়নি।
সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের মধ্যেই যাত্রীদের জন্য খুলে যাবে ভয়েজ স্পেস স্টেশন। তাই ছুটি কাটাতে এবার ব্যাঙ্কক বা সুইৎজারল্যান্ড না গিয়ে আপনিও চলে যেতে পারেন মহাকাশের বুকে। আর তার জন্য বিজ্ঞানী হওয়ার কোনো প্রয়োজন নেই।
আরও পড়ুন
সাহারা মরুভূমির রহস্যময় চোখ – মহাকাশচারীদের ‘ল্যান্ডমার্ক’, নাকি গোপন শহরের ইঙ্গিত?
Powered by Froala Editor