হটস্পট রাজ্যের একাধিক জায়গা, রয়েছে সল্টলেক-দমদম-বেলঘরিয়াও

করোনা মোকাবিলায় দেশ তো বটেই, পশ্চিমবঙ্গও সমস্ত শক্তি দিয়ে লড়ছে। গোটা জায়গায় চলছে লকডাউন। তারই মধ্যে রাজ্যের বেশ কিছু জায়গাকে করোনা হটস্পট ঘোষণা করল প্রশাসন। সম্প্রতি রাজ্য সরকারের তরফ থেকে নবান্নে এমনই ঘোষণা করা হল। এই সমস্ত জায়গায় লকডাউন নিয়ে অত্যন্ত কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে। এছাড়াও, ৩০ এপ্রিল পর্যন্ত রাজ্যে লকডাউনের মেয়াদ বাড়ানো হল। তার পরবর্তী সময় বাকি সিদ্ধান্ত নেওয়া হবে।

ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ৯০-এর কাছাকাছি। নতুন করে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। এমন অবস্থায় পরিস্থিতির মোকাবিলা করতে এই হটস্পট ব্যবস্থারই সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সাধারণত, যে সব জায়গায় করোনা সংক্রমণ বেশি, সেইসব জায়গা হটস্পট হিসেবে ঘোষিত হয়। আপাতত ঠিক হয়েছে, গত তিন সপ্তাহের মধ্যে যে সব জায়গায় করোনা ধরা পড়েছে, এবং যেখানে যেখানে মারা গেছে লোকজন, সেই সব জায়গাকেই হটস্পট হিসেবে ঘোষণা করা হয়েছে।

নাম ঘোষণা না হলেও, সূত্র মারফত জানা যাচ্ছে, কলকাতার মধ্যে আলিপুর, দমদম, সল্টলেকের কিছু জায়গা হটস্পটের মধ্যে পড়ছে। সঙ্গে উত্তর ২৪ পরগনার বেলঘরিয়া, কালিম্পং, পূর্ব মেদিনীপুরের এগরা, হাওড়ার কিছু জায়গাও এর মধ্যে পড়ছে। যতক্ষণ হটস্পটগুলোতে সম্পূর্ণ লকডাউন না উঠছে, ততদিন এই সমস্ত এলাকার বাসিন্দারা বাড়ি থেকে বেরোতে পারবেন না। সম্ভব হলে পরে আরও বাড়ানো হতে পারে। একটু সমস্যা হবে, কড়াকড়িও হবে; কিন্তু সেসবই ভবিষ্যতের কথা ভেবে। করোনাকে জয় করতে এটা প্রয়োজন, এমনটাই বলছেন সবাই।