গত মাসে সূর্য গ্রহণের পরে আবার মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকতে চলেছে ভারত। ক্রমশ পৃথিবীর কাছে এসে পড়া নিওওয়াইজ ধূমকেতুটিকে দেখা যাবে আগামী ১৪ই জুলাই থেকেই। ধূমকেতুটির আসল নাম সি২০২০ এফ৩ হলেও, নাসার বিশেষ মহাকাশ নিরীক্ষণের জন্য টেলিস্কোপ ‘নিওওয়াইজ’ এই প্রথমবার সেটি ধরা দেওয়ায়, ধূমকেতুটিরও নাম রাখা হয় নিওওয়াইজ।
আগামী ১৪ জুলাই থেকে টানা ২০ দিন বিশ্বের অন্যান্য প্রান্তের সঙ্গে ভারতেও দেখা যাবে নিওওয়াইজ ধূমকেতু। যত কাছে আসবে সেটি পৃথিবীর, ততই উজ্জ্বল হয়ে উঠবে তার লেজটি। শুধু সাদা ছাড়াও, কখনও কখনও রক্তিম আভাও হয়ে উঠতে পারে তার বর্ণ। বিজ্ঞানীরা জানাচ্ছেন, আগামী ২২শে জুলাই সবথেকে উজ্জ্বল ভাবে দেখা যাবে ধূমকেতুটি; কারণ সেদিন পৃথিবী থেকে মাত্র ১০হাজার কিলোমিটার দূরত্বে থাকবে সেটির অবস্থান।
ওড়িশার পাঠানি সামন্ত প্ল্যানেটোরিয়ামের ডেপুটি ডিরেক্টর ডক্টর শুভেন্দু পট্টনায়ক জানিয়েছেন, আগামী ২০ দিন রোজই সূর্যাস্তের পর ২০ মিনিট করে উত্তর-পশ্চিম আকাশে দেখা যাবে নিওওয়াইজ। বিশেষ স্থান পরিবর্তন হবে না সেটির। তবে সেক্ষেত্রে বাধ সাধতে পারে একমাত্র বর্ষার মেঘলা আকাশ। এবার এই ধূমকেতু দর্শন না হলে, আবার এর ঘুরে আসতে আসতে লেগে যাবে প্রায় ৬৮০০ বছর।
আরও পড়ুন
১৯৬৯-এর চন্দ্রাভিযানের ছবি শেয়ার করলেন চাঁদের মাটি ছোঁয়া দ্বিতীয় মানুষ
আরও পড়ুন
থামিয়ে দিতে পারে যুদ্ধ, কাড়তে পারে শাসকের প্রাণ; সূর্যগ্রহণ ঘিরে কিংবদন্তি যুগে যুগে
ভারতে সব থেকে উজ্জ্বল ভাবে শেষ দেখা গিয়েছিল ‘হেল বপ’ ধূমকেতু, ১৯৯৭ সালে। ২০১৩ সালেও ‘প্যান স্টার’ নামের ধূমকেতুটিকে দেখা গিয়েছিল কিছু কিছু জায়গা থেকে, তবে টেলিস্কোপের সাহায্য ছাড়া সম্ভব হয়নি তা।
আরও পড়ুন
২০২০-র প্রথম সূর্যগ্রহণ আগামীকাল, তৈরি হবে বিরল ‘রিং অফ ফায়ার’
Powered by Froala Editor
আরও পড়ুন
চন্দ্রযান-২ নিয়ে আশঙ্কা কাটেনি, এর মধ্যেই বেতন কমল ইসরোর বিজ্ঞানীদের