দোলের সকাল। রঙের উৎসবে মেতে উঠেছেন প্রত্যেকেই। কোথাও চিলতে আবির মুখে, কোথাও আবার রঙিন হয়ে উঠেছে সারা শরীর। আজ হাওয়ায় রং। রং পথের প্রতিটা ধুলোতেও। বড়োবাজারের এই প্রাণোচ্ছ্বল রং খেলা আসলে বাঙালির চিরাচরিত উৎসবেরই অঙ্গ। সেসব দৃশ্যই ধরা দিল অরিত্র দত্তের ক্যামেরায়…