লকডাউনে বিপর্যস্ত মানুষকে সাহায্য করতে কন্যাশ্রীর সমস্ত টাকা খরচ কিশোরীর

মহামারীর দোসর অনাহার, এই কথাটা যে কতটা সত্যি, বর্তমান সময় তার সাক্ষী থেকেছে। লকডাউনের ফলে যে বিপুল সংখ্যক মানুষ দারিদ্র্যের মুখে পড়েছেন, সেই তথ্য জানতে সবসময় সরকারি বা বেসরকারি সমীক্ষার উপর নির্ভর করতে হয় না। আমাদের আশেপাশে একটু নজর দিলেই মানুষের দুরাবস্থার নমুনা দেখতে পাওয়া যায়। কিন্তু তারপরেও আর এগিয়ে আসেন কতজন? আর সেখানেই। এক ব্যতিক্রমী নমুনা রেখেছে হাওড়াজেলার উদয়নারায়ণপুরের জসমিনা ওরফে রিনা খাতুন।

সংবাদপত্রে অসংখ্য পরিযায়ী শ্রমিকদের প্রতিদিনের কাহিনি এবং আশেপাশের মানুষের দুরাবস্থা দেখে স্থির থাকতে পারেনি স্নাতক তৃতীয় বর্ষের এই ছাত্রী। আর তাই প্রথমে অন্যান্যদের মতো চাঁদা তুলে মানুষকে সাহায্য পৌঁছে দেওয়ার চেষ্টা করল রিনা।

তবে শেষ পর্যন্ত অবশ্য পরিচিত মহলে তেমন বিশেষ সাড়া পেল না রিনা। কিন্তু যে সংকল্প নিয়ে সে কাজ শুরু করেছে, তা এভাবে অসম্পূর্ণ রাখা তো সম্ভব নয়। অতএব রিনাকে নিজের শেষ সম্বলেই হাত দিতে হল। রাজ্যের সমস্ত ছাত্রীর ভবিষ্যত নিরাপদ রাখতে সরকারের তরফ থেকে যে কন্যাশ্রী প্রকল্প চালু করা হয়েছে, সেই অর্থসাহায্যের ২৫ হাজার টাকা পড়ে আছে রিনার ব্যাঙ্কে। শেষ পর্যন্ত প্রায় সবটাই তুলে নিল রিনা। এবং সেই টাকায় আশেপাশের ৭০টি হতদরিদ্র পরিবারের হাতে তুলে দিল প্রাত্যহিক রান্নার সরঞ্জাম।

কিছু বছর আগেই রিনার অনিচ্ছা সত্ত্বেও তার বিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তার পরিবার। সেবার তার সাহসী প্রতিবাদ তাকে সংবাদের শিরোনামে তুলে এনেছিল। আজ আবার তেমনই এক কাজের ভাগীদার রিনা। এবারেও তার স্বীকৃতি মিলেছে নানা স্তরে থেকে। আর স্বীকৃতি জানাতে ভোলেননি পুলিশ কর্তৃপক্ষও। রিনার কাজের প্রতি সম্মান জানাতে এক সংবর্ধনা সভার আয়োজন করেছেন উদয়নারায়নপুর থানার অফিসার-ইন-চার্জ। সেই সভায় উপস্থিত ছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। আর এইদিন তাঁর হাতে একটি ২৫ হাজার টাকার চেক তুলে দেন পরমব্রত। যে আর্থিক অবস্থান থেকে উঠে এসেছে রিনা, সেখানে এই অর্থের মূল্য অনেক। রিনা তবুও সেই শেষ সম্বলটুকু খরচ করে ফেলার আগে দ্বিতিয়বার চিন্তা করেনি। এই বিভেদ জর্জরিত পৃথিবীতে রিনারাই তো নতুন করে বেঁচে থাকার স্বপ্ন রচনা করে।

আরও পড়ুন
নিজের লেখা বই বিক্রি করেই ত্রাণ তহবিলে দু’লক্ষ টাকা দান, বিরল কীর্তি বাঙালি লেখকের

Powered by Froala Editor

আরও পড়ুন
ফিরেছেন চিকিৎসাক্ষেত্রে, আমফান-বিপর্যস্তদের জন্য ত্রাণও সংগ্রহ করছেন ‘মিস ইংল্যান্ড’ বঙ্গতনয়া