প্রয়াত এইচআইভি-র সহ-আবিষ্কারক লুক মন্টেগনার

মাস দশেক আগের কথা। কোভিড ভ্যাকসিন নিয়ে তখন বিতর্ক তুঙ্গে। আর এর মধ্যেই মুখ খুলেছিলেন নোবেলজয়ী ভাইরাস বিশেষজ্ঞ লুক মন্টেগনার (Luk Montagnier)। গণটিকাকরণের বিরুদ্ধে তাঁর অবস্থান নিয়ে বিতর্ক কম হয়নি। এমনকি তাঁর বক্তব্যকে বিকৃত করে প্রচারও করা হয়েছে। তবে কোনো বিতর্ককেই আমল না দিয়ে নিজের অবস্থানে অনড় থেকেছিলেন তিনি। ঠিক যেমন বছর চল্লিশ আগে এইচআইভি (HIV) ভাইরাস আবিষ্কারের সময় নিজের উপর বিশ্বাস রেখেছিলেন তিনি। মানব ইতিহাসের অন্যতম মারণ রোগ এইডসের উৎস খুঁজে পাওয়া গিয়েছিল এভাবেই।

চলতি সপ্তাহেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এইচআইভি আবিষ্কারকদের অন্যতম লুক মন্টেগনার। ১৯৩২ সালে ফ্রান্সের লয়ের ভ্যালি অঞ্চলে জন্ম হয় লুকের। ছোটো থেকেই নানাদিকে প্রতিভা ছিল তাঁর। পড়াশোনায় যেমন সহপাঠীদের থেকে এগিয়ে থাকতেন, তেমনই ছিলেন খেলাধুলোয়। তবে সবচেয়ে বেশি ভালো লাগত বিজ্ঞানের বই পড়তে। বিশেষত পরমাণুর গঠন সংক্রান্ত বই। স্কুলে পড়ার সময়েই নিজস্ব একটি গবেষণাগারও বানিয়ে ফেলেছিলেন তিনি। এরপর প্যারিসের পয়েটার্স ইউনিভার্সিটিতে শরীরবিদ্যা নিয়ে পড়াশোনা করেন লুক। অবশ্য তাঁর ইচ্ছা ছিল শুধুমাত্র মানব শরীরবিদ্যা নিয়ে পড়াশোনা করার। কিন্তু বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনে তাঁকে অন্যান্য বিষয় নিয়েও পড়াশোনা করতে হয়।

১৯৫৫ সালে প্যারিস ইউনিভার্সিটিতে গবেষণা করার সময় ভাইরাসকেই বেছে নিয়েছিলেন বিষয় হিসাবে। এরপর গবেষণা শুরু করেন প্যারিসের পাস্তুর ইনস্টিটিউটে। ১৯৭২ সালে পাস্তুর ইনস্টিটিউটের ভাইরাল অঙ্কোলজি বিভাগের প্রধান নির্বাচিত হন লুক। বস্তুত, ক্যানসারের পিছনেও যে ভাইরাসের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে, তা নিয়ে সবচেয়ে বিশদ গবেষণা ছিল তাঁর। কিন্তু এর মধ্যেই নতুন একটি রোগ নিয়ে লুকের মন্তব্য বিতর্কের জন্ম দেয়। এইডস রোগটির জন্য তখনও বিজ্ঞানীরা এইচটিএলভি ভাইরাসকেই দায়ী করছিলেন। কিন্তু লুক বিশ্বাস করতেন, এটা সম্পূর্ণ নতুন কোনো ভাইরাসের কাজ।

শেষ পর্যন্ত ১৯৮৩ সালে এইচআইভি শনাক্ত করে একটি গবেষণাপত্রও প্রকাশ করেন তিনি। তবে তার কিছুদিনের মধ্যেই আবার প্রায় একইরকম একটি গবেষণাপত্র নিয়ে হাজির হন মার্কিন বিজ্ঞানী রবার্ট গ্যালো। এই নিয়ে দুই বিজ্ঞানীর মধ্যে চাপানউতোর চলে দীর্ঘদিন। তবে শেষ পর্যন্ত দুজনেই এই বিতর্কের মীমাংসা করে নেন। এবং লুক ও গ্যালোকে যৌথভাবেই এইচআইভি আবিষ্কারের স্বীকৃতি দেওয়া হয়। ২০০৮ সালে নোবেল পুরস্কার পান এই দুই বিজ্ঞানী। এছাড়াও লুক মন্টেগনার পেয়ছেন লুই জাঁতেত পুরস্কার, জাপান পুরস্কার। বহু আন্তর্জাতিক সংস্থার নেতৃত্বও দিয়েছেন তিনি। লুক মন্টেগনারের মৃত্যুর সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল বিজ্ঞানের ইতিহাসের একটি অধ্যায়।

Powered by Froala Editor

More From Author See More