রাজ্য তো বটেই, গোটা ভারতেই চলছে লকডাউন। করোনার আক্রান্তের সংখ্যাও বেড়ে যাচ্ছে হু হু করে। তারই মধ্যে রাজ্য-কেন্দ্র উভয় জায়গায় চলছে একের পর এক বৈঠক। পশ্চিমবঙ্গে কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেসব জানাতে সাংবাদিকদের মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
৩১ মে শেষ হচ্ছে লকডাউনের চতুর্থ পর্যায়। তার পরেরদিন থেকেই বেশ কিছু ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। পয়লা জুন থেকেই রাজ্যের যাবতীয় ধর্মস্থানগুলো খুলে যাবে দর্শনার্থীদের জন্য। তবে অবশ্যই এখানে রয়েছে বেশ কিছু শর্ত। কোনো মতে ধর্মস্থানের ভেতর ভিড় করা যাবে না। কোনোরকম অনুষ্ঠান বা জমায়েত করা যাবে না। একসঙ্গে ১০ জনের বেশি ভেতরে ঢোকা যাবে না। এইসব নিয়ম না মানলে, সেই ধর্মস্থান কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
তবে শুধু ধর্মস্থানও নয়, বাসে চলাফেরার ক্ষেত্রেও একই নিয়ম বজায় থাকছে। কোনো মতে অতিরিক্ত যাত্রী নেওয়া চলবে না বাসগুলোয়। যত সংখ্যক আসন, তত জনই যাত্রী যাতে নেওয়া হয় সেই কথাই বলা হয়েছে। ৮ জুন থেকে খুলছে সমস্ত সরকারি ও বেসরকারি অফিসও।
আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হলে পরবর্তীতে জানানো হবে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে করোনার খবরের সঙ্গে আমফান বিধ্বস্ত অঞ্চল নিয়েও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কাজে ৬২৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। আবার যাতে সবকিছু তৈরি করা যায় এবং সেটা যাতে দ্রুত হয়, সেই কথাই বলা হচ্ছে।
Powered by Froala Editor