সময়সীমা ১৬ মার্চ, বন্ধ হতে চলেছে অব্যবহৃত ক্রেডিট ও ডেবিট কার্ডে লেনদেন

নোটবন্দির পর আরেক অবাক-করা সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। আর সেই পরিবর্তনের সাক্ষী হতে চলেছে ১৬ মার্চ ২০২০। নগদ আদানপ্রদানের পর এবার অনলাইন বিনিময়েও রাশ টানতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক। বন্ধ হতে চলেছে ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে বিনিময়। মূলত লগ্নি অর্থের নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই দাবি রিজার্ভ ব্যাঙ্কের।

আরও পড়ুন
ইয়েস ব্যাঙ্কের অবস্থা সঙ্গীন, টাকা তোলার সীমা বেঁধে দিল আরবিআই

গত জানুয়ারিতে, একটি নির্দেশিকা মারফত নগদবিহীন আদানপ্রদানের ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ জারি করে রিজার্ভ ব্যাঙ্ক। আর সেই নির্দেশকা মোতাবেক এই সিদ্ধান্ত। ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে অনলাইন বিনিময়ের সুযোগ ইতিমধ্যে বেশ জনপ্রিয়। বিশেষ করে ই-কমার্স সংস্থাগুলির সঙ্গে বিশেষভাবে জড়িয়ে এই বিনিময়। এখন হঠাৎ করে এই নির্দেশিকায় সমস্যায় পড়তে পারে বেশ কিছু বাণিজ্যিক সংস্থা থেকে সাধারণ মানুষ - প্রত্যেকেই।

আরও পড়ুন
সারা মাসে ব্যাঙ্ক থেকে তোলা যাবে মাত্র ১০০০ টাকা, আরবিআই-এর নয়া বিজ্ঞপ্তি

তবে রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যে যাঁরা এই সুযোগ গ্রহণ করেছেন, তাঁদের জন্য বন্ধ হচ্ছে না অনালাইন বিনিময়। কেবলমাত্র ১৬ মার্চ পর্যন্ত যাঁরা কোনোভাবেই বিনিময় করেননি, তাঁদের জন্যই বন্ধ হচ্ছে এই পরিষেবা। আর, যাঁরা ইতিমধ্যে একবার হলেও ট্রানজাকশন করেছেন, তাঁদের এই নিয়মের আওতায় পড়তে হবে না।

আরও পড়ুন
ইতালীয় স্থাপত্যের ছোঁয়া সর্বত্র, কলকাতার এই বাড়িতেই ছিল রিজার্ভ ব্যাঙ্কের প্রধান কার্যালয়

পাশাপাশি, রিজার্ভ ব্যাঙ্ক অনুরোধ জানিয়েছে কার্ড ব্যবহারের পরিবর্তে অন্যান্য অনলাইন ব্যাঙ্কিং গেটওয়ে বেছে নিতেও। সেইসঙ্গে ব্যাঙ্কগুলিকেও নতুন কিছু নিয়মকানুন চালু করার নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। এর মধ্যে একটি হল, কার্ড ব্যবহারকারীদের জন্য সর্বাধিক বিনিময়ের সীমা স্থির করা। অবশ্য এই সীমা স্থির করবে গ্রাহক নিজেই। তাছাড়া কার্ড ব্যবহারের সঙ্গে সঙ্গে মোবাইল অ্যাপ এবং এসএমএস ও ই-মেইলের মাধ্যমে যোগাযোগের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। কার্ড জালিয়াতির মাধ্যমে অর্থ তছরুপের ঘটনা যদিও নতুন নয়। রিজার্ভ ব্যাঙ্কের এই পদক্ষেপ কি এধরনের ঘটনার উপর রাশ টানতে পারবে? নাকি শেষ পর্যন্ত শুধু গ্রাহককেই অসুবিধার মুখে পড়তে হবে? আপাতত এই প্রশ্নের উত্তরের দিকেই তাকিয়ে সবাই।

Latest News See More