আজ 'জলবায়ু ধর্মঘট', সুইডিশ কিশোরীর ডাকে শামিল বাংলাও

এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় সমস্যা পরিবেশ রক্ষা করা। বিভিন্ন দেশের নেতা-মন্ত্রীরা এ নিয়ে কোনও উদ্যোগ না দেখালেও অনেক ক্ষেত্রে আট থেকে আশি, বহু সাধারণ মানুষের পরিবেশকে বাঁচানোর উদ্যোগ লক্ষ্য করা গেছে। বেড়েছে সতর্কতাও।

গ্রেটা থুনবার্গ, সুইডেনের বছর ষোলোর এক কিশোরী, যার ডাকে পরিবেশ বাঁচাতে একজোট গোটা পৃথিবী। এই মেয়েটিকে সমর্থন জানাতে রাস্তায় নেমেছে পশ্চিমবঙ্গ-ও। ২০ সেপ্টেম্বর, শুক্রবার, পৃথিবীর ৪০০ শহরে পালিত হচ্ছে ‘জলবায়ু ধর্মঘট’ বা ‘ক্লাইমেট স্ট্রাইক।’

বিশ্ব উষ্ণায়নের ফলে হিমবাহ গলে যাচ্ছে। ফলত, সমুদ্রের জলস্তর বাড়ছে। গত বছরের ২০ অগস্ট, শুক্রবার গ্রেটা সুইডেন পার্লামেন্টের সামনের ফুটপাথে প্ল্যাকার্ড হাতে বসে পড়ে। তার অভিযোগ, বড়রা কেউ চায় না ছোটরা ভালো থাকুক। প্ল্যাকার্ডে গ্রেটা লেখে, ‘আমরা এখনও অনেকদিন বাঁচব। কিন্তু পৃথিবী বাঁচবে কি? দূষণ আর উষ্ণায়নে পৃথিবীর মৃত্যু ডেকে আনছ তোমরা।’ ষোল বছরের মেয়েটির আঙুল রাষ্ট্রনায়কের দিকে।

গ্রেটা বলেছে, তাঁদের জন্যই এই দুর্গতি আজ।  আরও বলেছে, ‘আমাদের ভোটে দাঁড়ানোর বয়স হয়নি। তোমরা জিতেছ। তাই তোমাদেরই ব্যবস্থা করতে হবে। করতেই হবে।’

প্রতি শুক্রবার সকাল হলেই গ্রেটা চলে যেত সুইডিশ পার্লামেন্টের সামনে। কয়েকটি শুক্রবার কেটে যাওয়ার পর গ্রেটা আর একা রইল না। সমবয়সী আরও কিছু বন্ধু জুটে গেল পার্লামেন্ট স্ট্রিটে। সপ্তাহ এগোচ্ছে, বাড়তে থাকে মানুষের সংখ্যা। তৈরি হল একটি নতুন সংগঠন ‘ফ্রাইডেস ফর ফিউচার’। এ-বছরের জানুয়ারি মাস থেকে গ্রেটা ও তার ৬০ জন বন্ধু সোশ্যাল মিডিয়ায় রাস্তায় নামার ডাক দিল। তারিখ ঠিক হল ১৫ মার্চ, শুক্রবার। স্লোগান হল, ‘আমাদের বাঁচতে দাও, পৃথিবীকে বাঁচতে দাও।’ ১৫ মার্চ ওই আহ্বানে রাস্তায় নেমেছিল ১০০ শহরের প্রায় ১৪ লক্ষ ছাত্রছাত্রী। মে মাসে ফের রাস্তায় নামে আন্দোলন, এবারে সংখ্যা চল্লিশ লক্ষ।

২৩-২৭ সেপ্টেম্বর নিউ ইয়র্ক শহরে বসবে রাষ্ট্রপুঞ্জের পরিবেশ সংক্রান্ত অধিবেশন। সুইডেন থেকে একটি ছোট্ট নৌকোয় নিউ ইয়র্কে পৌঁছেছে গ্রেটা। যেখানে বসবে অধিবেশন, তার বাইরে শুরু করেছে অবস্থান-ধর্না। প্রতিদিন ভিড় বাড়ছে নিউ ইয়র্ক শহরে গ্রেটাদের ধর্না মঞ্চে।

পৃথিবীকে খুন করার বিরুদ্ধে সরব গ্রেটা। যোগ দিয়েছে বাংলাও। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের নেতৃত্বে বাংলার দু’হাজার স্কুলের ছাত্রছাত্রীরা আজ অংশগ্রহণ করছে ‘জলবায়ু ধর্মঘটে’। শুধু পশ্চিমবঙ্গই নয়, ভারতের বিভিন্ন প্রান্তেও অনুষ্ঠিত হচ্ছে এই কর্মসূচি।

গ্রেটার আশা, পৃথিবী বাঁচবে আর ধীরে ধীরে আন্দোলনকারীর সংখ্যা কোটি ছাড়াবে। একদিন সত্যিই হয়ত গ্রেটার স্বপ্ন সত্যি হবে বলে বিশ্বাস আমাদের।

Latest News See More