আবারও জুড়ে যাবে সমস্ত মহাদেশ? ইঙ্গিত বিজ্ঞানীদের

প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে সবকিছু। বদলে যাচ্ছে এই পৃথিবীটাই। আজ যেখানে ৭টি মহাদেশ, ৫টি সমুদ্র ছড়িয়ে রয়েছে – ২০০ মিলিয়ন বছর আগের পৃথিবী দেখলে এমনটা কল্পনা করাও কঠিন। সেদিন ঠিক নিরক্ষরেখার কাছে ছিল একটিমাত্র বিরাট মহাদেশ বা মহামহাদেশ। বিজ্ঞানীরা যার নাম দিয়েছেন প্যাঞ্জিয়া। সেই প্যাঞ্জিয়া টুকরো টুকরো হয়ে আজ ৭টি মহাদেশ তৈরি হয়েছে। কিন্তু আজ থেকে আরও ২০০ মিলিয়ন বছর পরে কী হবে? বিজ্ঞানীদের মাথায় নানারকম সম্ভাবনার কথাই এতদিন উঁকি দিত। এবার তার মধ্যে থেকেই সবচেয়ে বাস্তবোচিত সম্ভাবনাটির অনুসন্ধান শুরু করলেন নাসার বিজ্ঞানী মাইকেল ওয়ে। জুলাই মাসে ‘জিওকেমিস্ট্রি, জিওফিজিক্স, জিওসিস্টেম’ পত্রিকায় প্রকাশিত হয়েছে সেই গবেষণাপত্র।

আমরা যে অংশকে পৃথিবীর স্থলভাগ বলে চিনি, তা একেবারেই স্থির নয়। অর্ধতরল শিলাস্তর ম্যান্টলের উপর ভেসে বেড়াচ্ছে মহাদেশগুলি। এমনকি মহাসাগরগুলির তলদেশও। এইসব টুকরো টুকরো অংশকে বিজ্ঞানীরা বলে জিওটেকটনিক প্লেট। কখনও দুটি প্লেট কাছাকাছি সরে এলে ম্যান্টলের উপর চাপ সৃষ্টি হয়, আবার কখনও দূরে সরে যাওয়ার ফলে টান পড়ে। এইসব কারণেই ভূমিকম্প থেকে শুরু করে লাভা নির্গমনের মতো ঘটনা ঘটে। কিন্তু আজ থেকে প্রায় ২০ কোটি বছর পর এই প্লেটগুলির অবস্থা কেমন হবে, তা আন্দাজ করা বেশ কঠিন। কেউ বলতেন, আরও বেশি দূরে সরে যাবে প্লেটগুলি। আর তার ফলে মহাদেশের সংখ্যাও আরও বৃদ্ধি পাবে। অন্যদিকে কেউ কেউ বলতেন, পৃথিবী আবার সেই ২০ কোটি বছর আগের অবস্থায় ফিরে যাবে। অর্থাৎ পৃথিবীর মাঝখানে থাকবে একটিমাত্র মহামহাদেশ, প্যাঞ্জিয়া। তাঁদের মতে, এর আগেও বহুবার প্যাঞ্জিয়া তৈরি হয়েছে। আবার টুকরো টুকরো মহাদেশ জুড়ে নতুন প্যাঞ্জিয়া তৈরি হয়েছে।

মাইকেল ওয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে দেখালেন, দ্বিতীয় মতটির পিছনেই অধিক যুক্তি রয়েছে। তাঁর তৈরি অ্যালগরিদমের সাহায্যে দুটি সম্ভাব্য মানচিত্রও তৈরি করেছেন। একটিতে দেখা গিয়েছে সমস্ত মহাদেশ নিরক্ষরেখার কাছেই জড়ো হয়েছে আবার। অন্যটিতে দেখা গিয়েছে, মহাদেশগুলি ক্রমশ উত্তরদিকে সরে গিয়েছে। উত্তর মেরুর কাছে তৈরি হয়েছে বিরাট একটি মহাদেশ। তবে সেখানে আন্টার্কটিকা তার জায়গা পরিবর্তন করেনি। এর মধ্যে কোন সম্ভাবনাটি বাস্তব হবে, সেটা বলতে পারছেন না ওয়ে। তবে সেই পরিণতি দেখার জন্য যে একজন মানুষও জীবিত থাকবে না, সেটা বলাই যায়। তবে বিজ্ঞান তো উত্তর খুঁজবেই। আর আপাতত সেই উত্তর হল, সবকিছুই শুরু আর শেষের কাছে বাঁধা।

Powered by Froala Editor

আরও পড়ুন
পৃথিবীর একমাত্র সড়কহীন গ্রাম, গর্বিত বাসিন্দারাও!

Latest News See More