বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীর বিভিন্ন দেশের আবহাওয়ার পরিবর্তন এ মুহূর্তে চিন্তার কারণ। বাদ নেই বাংলাদেশও। বাংলাদেশের আবহাওয়া পরিবর্তনের ফলে সবথেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন গ্রাম্য এলাকার দরিদ্র মানুষ। তাঁদের রোজকার খাওয়া-পড়ার যেটুকু অর্থ তা ঘর ঠিক করা, নষ্ট হয়ে যাওয়া ফসল এবং পশুপাখির ক্ষতিপূরণের জন্যেই ব্যয় হয়। এমনটাই জানা গেল সাম্প্রতিক এক রিপোর্ট থেকে।
বাংলাদেশে অত্যন্ত জনবহুল দেশ। বিশ্ব উষ্ণায়ন এবং সমুদ্রের ঢেউয়ের উচ্চতা বেড়ে যাবার ফলে সমুদ্রতটের গ্রামগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে। গবেষণায় দেখা যাচ্ছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে বছরে দু লক্ষ টাকা খরচা করতে হচ্ছে শুধু এই আবহাওয়ার বদলের ফলে।
ইনটারন্যাশনাল ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্টের রিপোর্ট থেকে জানা গেছে, ২০১৮-১৯ সালে ঢাকা এই আবহাওয়া পরিবর্তনের সঙ্গে লড়াই করতে প্রায় দেড় কোটি টাকা বরাদ্দ করে, যেখানে আন্তর্জাতিক স্তরে প্রায় একশো চুয়ান্ন কোটি বরাদ্দ হবার কথা। এই রিপোর্ট ইউ এন ক্লাইমেট অ্যাকশন সামিটেও পেশ করা হয়।
হতদরিদ্র মানুষ নিজেদের দৈনন্দিন খরচ মেটাতেই অপারগ। আবহাওয়া পরিবর্তনের জন্য খরচ করা তাঁদের পক্ষে অসম্ভব। বন্যার জলের জন্য ঘর উঁচু করা, ঝড়ে ঘরের চালা উড়ে যাওয়া প্রভৃতি বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের ফলে তাঁদের টাকা ধার নিতে হচ্ছে যা আরও দারিদ্র্যের দিকে ঠেলে দিচ্ছে তাঁদের।