যারা বহুবছর ধরে ট্রেনে যাতায়াত করছেন, তাঁরা ট্রেন, স্টেশন এবং তার সংলগ্ন অঞ্চলের অবস্থা সম্পর্কে হতাশ। প্রতিদিন জঞ্জালে, দুর্গন্ধে ভরে থাকে কামরা ও স্টেশন চত্বর। কিন্তু উদ্যোগ নিলে যে এই পরিস্থিতির আমূল বদল সম্ভব, সেটাই করে দেখিয়েছে যোধপুর এবং জয়পুর। কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক করা সমীক্ষায় এই দুটি স্টেশন দেশের সবচেয়ে পরিষ্কার স্টেশনের তকমা পেয়েছে।
শুধু স্টেশন পরিষ্কারই নয়, পরিস্রুত জল এবং নিকাশির ক্ষেত্রেও এই দুটি স্টেশন অনেক এগিয়ে। যোধপুর, জয়পুর— দুটি স্টেশনই এই নিয়ে পরপর দুইবার সেরার শিরোপা পেল। তবে এর জন্য পরিশ্রমও কিছু কম করতে হয়নি। যোধপুর স্টেশনে প্রতিদিন ১৫০ জন কর্মী স্টেশন ও ট্রেন পরিষ্কারের কাজ করেন। মোট ২৭টি মেশিন ব্যবহৃত হয় এই কাজে। স্টেশনের শৌচালয় নিয়ে সবথেকে বেশি অভিযোগ থাকে মানুষের। সেটারও সমাধান করেছে কর্তৃপক্ষ। এবং এই পুরো কাজটা নিয়মিত হয়, যার স্বীকৃতি এই সম্মান। স্টেশন চত্বরকে পরিষ্কার ও সুন্দর রাখার জন্য ভারতীয় রেল গত দুই-তিন বছরে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এখন দেখার, ভারতের বাকি স্টেশনগুলির হালও ফেরানো যায় কিনা।