বর্তমান কোভিড পরিস্থিতিতে নাজেহাল হয়ে পড়েছেন শিক্ষকরা। স্কুল বন্ধ, এদিকে সিলেবাসের পাহাড় জমে আছে। অন্যদিকে ছাত্রছাত্রীদের ওপরও বাড়ছে চাপ। এসব থেকে রেহাই দিতে সিলেবাসের বোঝা কমানোর পথে হাঁটল সিবিএসই বোর্ড। কিন্তু সেখানেই বাঁধল বিপত্তি। একাদশ শ্রেণীর পলিটিকাল সায়েন্সের সিলেবাস থেকে বাদ গেল সিটিজেনশিপ, সেকুলারিজম, ন্যাশনালিজমের মতো অধ্যায়গুলো। যা নিয়ে চাপা বিতর্কও উঠছে।
মার্চ মাস থেকে দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। অনলাইন ক্লাসের মাধ্যমেই স্কুলের পড়াশোনা এগোচ্ছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্কুলও খোলা যাচ্ছে না। এদিকে পরীক্ষা এবং সিলেবাসের চাপ তো আছেই। বিশেষ করে উঁচু ক্লাসের ক্ষেত্রে অত্যন্ত অসুবিধা হয়ে যাচ্ছে। ফলে বোঝা বাড়ছে শিক্ষক, পড়ুয়া উভয়েরই। সেই জন্যই নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সিলেবাসের ৩০ শতাংশ কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সিবিএসই বোর্ড কর্তৃপক্ষ। যাতে পড়ুয়াদের ওপর চাপ কিছুটা হলেও কমে…
এরই মধ্যে একাদশ শ্রেণীর সিলেবাস নিয়ে বাঁধল বিপত্তি। পলিটিকাল সায়েন্সের বেশ কিছু অধ্যায় যেমন সিটিজেনশিপ, ফেডেরালিজম, সেকুলারিজম, ন্যাশনালিজম অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের সাম্প্রতিক বেশ কিছু ঘটনার সঙ্গেও জড়িয়ে আছে এই শব্দগুলি। কিন্তু সেই অধ্যায়গুলিই সিলেবাস থেকে সম্পূর্ণ বাদ দিয়ে দেওয়া হল! সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু এই অধ্যায়গুলোই নয়; পরিবেশ, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, প্ল্যানিং কমিশন ইত্যাদি আরও বেশ কিছু অধ্যায়ও বাদ দিয়ে দেওয়া হয়েছে।
ছাত্রছাত্রীদের ওপর চাপ কমানোর জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানাচ্ছেন সিবিএসই মন্ত্রক ও কেন্দ্রীয় সরকার। সত্যিই কি সেটাই একমাত্র কারণ? প্রচ্ছন্নে উঠে আসছে না অন্য কোনো ছবি? যেখানে এনআরসি, এনপিআর করে নাগরিকত্বের সংজ্ঞাকে বদলে দেওয়া হচ্ছে, সংবিধানের মূল কাঠামোগুলিকে বদলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে; সেখানে এমন অধ্যায় সিলেবাস থেকে বাদ পড়া— কাকতালীয়? বিশেষজ্ঞদের একাংশের প্রশ্ন এমনটাই। এই অধ্যায়গুলিই ভারতের সংবিধানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বিগত কয়েক বছরে সেই বিষয়গুলোতেই আঘাত এসেছে বলে মনে করছেন অনেকে। এবার সিলেবাসেও সেই আঘাত নেমে এল বলে মনে করছেন তাঁরা।
আরও পড়ুন
অনলাইনে পড়তে হলে ছাড়তে হবে দেশ, ট্রাম্প সরকারের সিদ্ধান্তে বিতর্ক বিশ্ব জুড়ে
Powered by Froala Editor
আরও পড়ুন
রেলে নতুন নিয়োগ আপাতত স্থগিত, সংকটে অসংখ্য চাকুরিপ্রার্থীর ভবিষ্যৎ