সিনেমা, থিয়েটার, আলো-ক্যামেরা আর মঞ্চের মধ্যেই আবর্তিত হয়েছে তাঁর জীবন। এটাই তাঁর কাজের পরিবেশ। বলা ভালো, তাঁর অক্সিজেন। কিন্তু এসবের বাইরেও অভিনেত্রী-পরিচালক চূর্ণী গাঙ্গুলি একজন মানুষ। বর্তমান কোভিড পরিবেশ, মানুষের ছটফটানি তাঁকে ব্যাতিব্যস্ত করেছে; এবং করছেও। তাই এইমসের তরফ থেকে কোভিড ভ্যাকসিনের যে হিউম্যান ট্রায়াল শুরু হবে, তাতেই অংশ নিতে চান তিনি। সেজন্য চিঠিও দিয়েছেন এইমস কর্তৃপক্ষকে।
বিশ্বের নানা প্রান্তেই করোনা ভ্যাকসিন নিয়ে কাজ শুরু হয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিন সাফল্যের প্রায় দোরগোড়ায় চলে এসেছে। ভারতেও চলছে ‘কোভ্যাকসিন’-এর পরীক্ষা। প্রি-ক্লিনিকাল ট্রায়ালে উত্তীর্ণ হওয়ার পর এবার হিউম্যান ট্রায়ালের সম্মুখীন হতে চলেছে ভ্যাকসিনটি। সমস্ত নিয়ম মেনে যাতে এই পরীক্ষাটি দ্রুত শুরু করা হয়, সেই ব্যবস্থাই করা হচ্ছে এইমসের পক্ষ থেকে। ইতিমধ্যেই অনেকে আবেদন জানিয়ে এই প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য।
এবার সেই তালিকায় নাম লেখালেন চূর্ণীও। অবশ্য এর আগেও সোশ্যাল মিডিয়ায় তিনি বলেছিলেন, যদি হিউম্যান ট্রায়ালের সমস্ত মাপকাঠি তিনি পূর্ণ করেন, তাহলে যেন তাঁকে এই সুযোগ দেওয়া হয়। কোভ্যাকসিনের এই পরীক্ষায় এইমসকে মেল করে আবারও সেই একই অনুরোধ করলেন জাতীয় পুরস্কারজয়ী এই অভিনেত্রী-পরিচালক। পরিবার থেকেও এই সিদ্ধান্তের পূর্ণ সমর্থন পেয়েছেন তিনি। এখন দেখার এইমস কর্তৃপক্ষ তাঁর অনুরোধ মঞ্জুর করেন কিনা। তারই প্রত্যাশায় আছেন চূর্ণী গাঙ্গুলি।
Powered by Froala Editor
আরও পড়ুন
পেশায় স্বাস্থ্যকর্মী, বাংলার প্রথম রূপান্তরকামী হিসেবে করোনাকে হারালেন জিয়া