‘যেখানেই দেখিবে ছাই/ উড়াইয়া দেখো তাই।’ কিন্তু শুধু ছাই ওড়ালেই ‘অমূল্য রতন’ পাওয়া যায় না। অনেক সময় জলের ট্যাঙ্ক বা পুকুরের ধারেও পাওয়া যায় ইতিহাসের নিদর্শন। সেরকমই ঘটনা ঘটল তামিলনাড়ুতে। সেখানেই সম্প্রতি উদ্ধার করা হল দশম শতাব্দীর শিলালিপি।
ঘটনাটি ঘটে তামিলনাড়ুর পুদুকোট্টাই জেলায়। গ্রামেরই একটি জলাশয় বা চলতি ভাষায় ট্যাঙ্কের পাশে হঠাৎই কিছু বাসিন্দা খেয়াল করেন দুটি পাথর। গ্রানাইটের এই পাথর দুটিতে কিছু যেন খোদাই করা আছে। একটু মন দিয়ে দেখলেই বোঝা গেল, ভাষাটা তামিলই। পরে বিশেষজ্ঞদের গবেষণায় দেখা গেল, এই দুটো পাথরই দশম শতকের। চোল রাজাদের আমলে লেখা হয়েছিল এই শিলালিপি।
আরও পড়ুন
৪,৩০০ বছর আগেকার মন্ত্র খোদাই পাথরে, বিশ্বের প্রাচীনতম লেখক এক নারী
কিন্তু লেখা কী আছে? মূলত যে জলাশয়ের পাশে এই দুটো পাওয়া গেছে, সেটা কাদের অধিকারে থাকবে, কে সবার আগে সেখানকার জল নিতে পারবে, সেসবই বলা আছে। গবেষকদের মতে, গোটা তামিলনাড়ু জুড়েই এমন ধরণের শিলালিপি দেখা যায়। কিন্তু একই পুকুরের ওপর, একই সময়ের লেখা দুটো পাথর পাওয়াটা সত্যিই মুশকিলের। এখন এই জায়গা যাতে যত্নে থাকে, তার ব্যবস্থাই করা হচ্ছে। তবে এই শেষের কাজটি এই একটা জায়গার ক্ষেত্রেই খাটে না। ভারতের নানা জায়গায় এভাবে কত ইতিহাস ছড়িয়ে ছিটিয়ে থাকে। কত কিছু স্রেফ যত্নের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের ইতিহাসের ওপর আমরা নিজেরাই যদি যত্নশীল না হই, তো কে হবে?