এ যেন সাক্ষাত রবি ঠাকুরের কবিতা থেকে উঠে আসা বীরপুরুষ! আবার প্রমাণ করে দেওয়া যে, মা এবং সন্তানের ভালোবাসার তুল্য বোধহয় আর কিছুই নেই এই দুনিয়ায়। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে সামনে এল সেরকমই একটি ঘটনা।
চিনের একটি রাস্তার জেব্রা ক্রসিং বরাবর ছোট্ট ছেলের হাত ধরে পার হচ্ছিলেন মা। আচমকাই একটি গাড়ি সিগন্যাল ভেঙে ধাক্কা মারে মা এবং তার ছেলেকে। রাস্তায় পড়ে যাওয়ার পর সেই বাচ্চাটি দৌড়ে গিয়ে দেখে আগে তার মা কেমন আছেন। তারপরই উঠে গিয়ে এলোপাথাড়ি লাথি মারতে থাকে গাড়িটির গায়ে। পরিণতিতে গাড়ি থেকে নেমে আসেন ড্রাইভার এবং সেই মহিলাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিও মন কেড়েছে নেটিজেনদের।
https://twitter.com/SCMPNews/status/1204591092257026048
রাস্তার সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে পুরো ঘটনার চিত্র। যদিও সৌভাগ্যক্রমে গুরুতর আহত হয়নি সেই মা এবং বাচ্চা ছেলেটি, তবুও তার উপস্থিত বুদ্ধির প্রশংসা করতেও ভোলেনি সকলে। স্থানীয় পুলিশের তরফে জানানো হয়েছে যে, ওই ড্রাইভারই এই ঘটনার জন্য সম্পূর্ণ ভাবে দায়ী। সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ লিখেছেন, মায়ের প্রতি এই ভালোবাসা যেন আজীবন বজায় থাকে তার মনে।
আসলে, বর্তমান ‘আধুনিক’ দুনিয়ায় ক্রমশ তলানিতে ঠেকছে অভিভাবক ও তাঁর সন্তানদের সম্পর্ক। ভারতেও আইন জারি করে নির্দেশ দিতে হছে, বৃদ্ধ বাবা-মা’কে না দেখলে শাস্তির মুখে পড়তে হবে সন্তানকে। প্রায়ই খবরে উঠে আসে সন্তানের হাতে নিগৃহীত মা-বাবার ছবি। সেখানে, শৈশব যে আবহমান ভালোবাসার কথাই মনে করিয়ে দেয়, সেই আবেগকেই স্পর্শ করেছে ভিডিওটি।