গালওয়ান নদীর গতিপথ পাল্টাতে চাইছে লাল ফৌজ? চিনা বাহিনীর কর্মকাণ্ডে চাঞ্চল্য

ক্রমশ সীমান্তরেখায় উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি, জটিল হচ্ছে ভারত-চিন সম্পর্ক। কয়েকদিন আগেই দুই পক্ষের সংঘর্ষে হত হয়েছেন ২০ জন ভারতীয় সেনা এবং বেশ কিছু লাল ফৌজের সৈনিকও। একাধিক দ্বিপাক্ষিক বৈঠক দিতে পারেনি মীমাংসার সন্ধান। তার মধ্যেই নতুন আশঙ্কা দেখাচ্ছে ভারতের এক সংবাদ মাধ্যমের স্যাটালাইট ছবি। সরাসরি যুদ্ধে না গিয়ে পাল্টা আঘাত হানতে কি নতুন কৌশল আয়ত্ত করল চিন? প্রশ্ন উঠছে সেখানেই।

লাদাখের যে অঞ্চল ঘিরে ঘনীভূত হচ্ছে দ্বন্দ্ব, সেখান দিয়ে বয়ে গেছে গালওয়ান নদী। উৎসস্থল চিন থেকেই ভারতে ঢুকেছে এই খরস্রোতা নদীটি। যার তীরবর্তী অঞ্চলে রয়েছে ভারতীয় সেনাবাহিনীর ছাউনি। সেই উপত্যকাতেই দিন-রাত টহল দেন ভারতীয় সেনা-জওয়ানরা। যুদ্ধ-পরিস্থিতিতে গালওয়ানে বাড়তি অস্ত্র এবং সেনাও মজুত করছে ভারত। এমনই একটি সামরিক গুরুত্বপূর্ণ অঞ্চল দখল করতে পারলে লাভবান হবে চিন, তা বলার অপেক্ষা থাকে না। আর তার জন্যই গালওয়ান নদীর গতিপথ পাল্টে ফেলছে চিন। সন্দেহ করা হচ্ছে এমনটাই।

ভারতীয় সংবাদমাধ্যমের হাই-রেসোলিউশন ওই স্যাটালাইট ছবিতে ধরা পড়েছে গালওয়ান নদীর একটি বাঁকে দাঁড়িয়ে রয়েছে চিনের বুলডোজার। আর সেখানেই ধীর গতিতে প্রবাহিত হচ্ছে নদীটি। আশঙ্কা করা হচ্ছে, কাদামাটি এবং পাথর ফেলে নদীর গতিপথ ঘুরিয়ে দিতেই চেষ্টা করছে চিন। এই সন্দেহ সত্যি হলে বিপাকে পড়তে পারে ভারতীয় সেনাবাহিনী। নদীর স্রোতে ভাসতে পারে ছাউনিও। অবশ্য এ বিষয়ে চিনের কাছে প্রশ্ন করা হলে, নিরুত্তর সে দেশের প্রশাসন এবং লাল ফৌজ। অন্যদিকে ভারতীয় সেনাবাহিনীতে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। এই ঘটনায় নতুন করে চিন্তা বাড়ছে বিশেষজ্ঞদের...

Powered by Froala Editor

আরও পড়ুন
দেশজুড়ে যুদ্ধ-পরিস্থিতি, কেমন আছেন ভারতের চিনা মানুষরা?