বাড়ছে বাল্যবিবাহ, সংকটে করোনাকালীন পৃথিবী

১৭ বছরের ছোট্ট মেয়ে। কিছুদিন আগেও তার দুচোখে ছিল পৃথিবীজয়ের স্বপ্ন। পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন ছিল। আর এখন সন্তান কোলে নিয়ে ঘরকন্না সামলাতেই ব্যস্ত হয়ে পড়েছে সে। হ্যাঁ, এভাবেই প্রতিদিন একটা একটা করে স্বপ্নের মৃত্যু হচ্ছে। আর করোনা অতিমারী এসে সেই প্রক্রিয়াকে আরও অনেকটাই এগিয়ে নিয়ে চলেছে। সারা পৃথিবীজুড়েই বেড়েছে বাল্যবিবাহের ঘটনা। আর দক্ষিণ এশিয়ায়, বিশেষত নেপালে, সমস্যাটা রীতিমতো ভয়ঙ্কর হয়ে উঠেছে।

অতিমারীর সময় পেরিয়ে একটু একটু করে স্বাভাবিক হচ্ছে জীবন। কিন্তু এর মধ্যেও যে শিশুবিবাহের ঘটনা কমবে, তেমনটা আশা করছেন না বিশেষজ্ঞরা। বরং আগামী এক দশকে সারা পৃথিবীতে ১০ মিলিয়ন শিশুকন্যা প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই বিবাহ করতে বাধ্য হবে, তেমনটাই মনে করছেন ইউনাইটেড নেশনস চাইল্ডস ফান্ডের সমীক্ষকরা। আর এর জন্য মূলত বদলে যাওয়া অর্থনৈতিক পরিবেশকেই দায়ী করছেন তাঁরা।

ভারতের ন্যশানাল ক্রাইম ব্যুরোর তথ্য বলছে, ২০২০ সালে সারা দেশে বাল্যবিবাহের সংখ্যা বেড়েছে ৩০ শতাংশ। সারা বিশ্বেই সংখ্যাটা মোটামুটি একই। ইউরোপ বা আমেরিকার ক্ষেত্রে একটু কম হলেও নেপাল ও আফ্রিকার ক্ষেত্রে অনেকটাই বেশি। অর্থনীতির জগতের অনিশ্চয়তা কাটানোর অবশ্য কোনো উপায় নেই। কিন্তু সেখানে মহিলারা যে পুরুষের মুখাপেক্ষী হয়ে না থেকে স্বাধীন এবং স্বাবলম্বী হয়ে উঠতে পারেন, এই সচেতনতা গড়ে তোলার কাজটাই মুখ্য। আর এই কাজে সারা পৃথিবীর সমস্ত সমাজকর্মীদের এগিয়ে আসার বার্তাও দিয়েছে ইউনেস্কো।

Powered by Froala Editor

আরও পড়ুন
বিবাহেই কি বিচার পাবেন ধর্ষিতা? সুপ্রিম কোর্টের রায় ঘিরে বিতর্ক তুঙ্গে