তিনতলা আবাসনে গা ঘেঁষাঘেঁষি করেই বসবাস কয়েকশো পরিবারের। আর উপায়ই বা কী! খোলা আকাশের নিচে রাত কাটানোর থেকে পুনর্বাসনে পাওয়া এই ঘিঞ্জি বস্তিই মহার্ঘ্য বাসিন্দাদের কাছে। তবে সাদাকালো এই জীবনযাপন হঠাৎ করেই যেন পাল্টে গেছে। সেখানে যেন দোল খাচ্ছে হেমন্তের রং।
কথা হচ্ছে বৃহত্তর চেন্নাইয়ের (Chennai) কান্নাগি নগর (Kannagi Nagar) নিয়ে। এই বস্তি অঞ্চলই এখন পরিণত হয়েছে আস্ত একটি আর্ট গ্যালারিতে (Open Air Art Gallery)। দেওয়ালে দেওয়ালে শোভা পাচ্ছে বিশালায়তন ফ্রেস্কো। চেন্নাই কর্পোরেশনের ডেপুটি কমিশনার ডঃ অ্যালবি জন ভার্গিসের আমন্ত্রণে গোটা বস্তি অঞ্চলটিকে এভাবেই শিল্পকর্মে সাজিয়ে তুলেছেন দেশ বিদেশের শিল্পীরা।
‘সেন্ট+আর্ট ইন্ডিয়া ফাউন্ডেশন’ এবং ইতালিয়ান কন্টেম্পোরারি আর্ট কিউরেটর গিউলিয়া আমব্রোগির যৌথ উদ্যোগে চলছে এই ‘শিল্পায়ন’-এর কাজ। শুধুমাত্র আঞ্চলিক মানুষদের বিনোদনের সুযোগ করে দেওয়া নয়, এই প্রকল্পের আসল উদ্দেশ্য সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করানো। তাঁদের সামনে তুলে ধরা বস্তিজীবনের যাপনচিত্র, সেখানকার সংস্কৃতি, পরিবেশগত আঙ্গিক এবং পুনর্বাসনের ভয়াবহতা।
চেন্নাইয়ের এই অঞ্চল ভারতের বৃহত্তম পুনর্বাসনকেন্দ্রগুলির মধ্যে অন্যতম। কুউম, আদিয়ার এবং বাকিংহাম খাল— মূলত এই তিনটি নদীতীরবর্তী অঞ্চলে ভাঙনের কারণে বাস্তুচ্যুতদের পুনর্বাসনের বন্দোবস্ত করা হয়েছিল কান্নেগি নগরে। সেইসঙ্গে চেন্নাই শহরের বেশ কিছু ছোটো বস্তির বাসিন্দারাও জায়গা পেয়েছিলেন এই পুনর্বাসনকেন্দ্রে। বলাইবাহুল্য, মাথার ওপর ছাদ পেলেও হারিয়ে যাওয়া জীবন ফিরে পাননি তাঁরা কেউ-ই। বেশ কিছুদিন ধরে গোটা অঞ্চল পরিদর্শনের পর, তাঁদের সেই অলিখিত গল্পই দেওয়ালচিত্রের মাধ্যমে তুলে আনছেন শিল্পীরা।
আরও পড়ুন
শিল্পী হরেন দাসের আঁকা ছবির প্রদর্শনী দক্ষিণ কলকাতায়
২০১৪ সালের কথা। শিল্পকে কেবলমাত্র বুদ্ধজীবী মহলে সীমাবদ্ধ না রেখে, সাধারণ মানুষের কাছে তুলে ধরতেই চেয়েই যাত্রা শুরু হয়েছিল ‘সেন্ট+আর্ট ইন্ডিয়া ফাউন্ডেশন’-এর। বিগত বছরগুলিতে ধারাবাহিকভাবে ভারতের বিভিন্ন অঞ্চলে স্ট্রিট ও ওয়াল আর্টের প্রদর্শনী চালিয়ে যাচ্ছে এই স্বেচ্ছাসেবী সংস্থাটি। এবার তাঁদের সৌজন্যে সেজে উঠল চেন্নাইয়ের এই বস্তি। সব মিলিয়ে এই সংস্থার ১৫ জন শিল্পী মিলে ফুটিয়ে তুলেছিলেন কান্নেগি নগরের পথঘাট। তাছাড়াও হাত মিলিয়েছিলেন স্থানীয় কচিকাচারা। ভারতীয় শিল্পী সংগঠনের এই উদ্যোগে তরুণ প্রজন্মের মধ্যেও শিল্পের বীজ সঞ্চারিত হচ্ছে, তাতে সন্দেহ নেই কোনো…
আরও পড়ুন
সমপ্রেমের ছবিতে একাকার যিশু-কৃষ্ণ, কলকাতার বুকে একটুকরো প্রদর্শনী
Powered by Froala Editor
আরও পড়ুন
৩০ বছর ধরে আঁকা ছবি, অবশেষে প্রকাশ্যে শিল্পীর সৃষ্টি