নিষিদ্ধ রাসায়নিকের প্রভাব, ৫০ কোটিরও বেশি মৌমাছির মৃত্যু ব্রাজিলে

আমাজনের পাশাপাশি, আরও একটি খবর ব্রাজিলকে অস্বস্তিতে ফেলতে চলেছে। দুটি আন্তর্জাতিক সংস্থার করা একটি সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী, গত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ব্রাজিলে ৫০ কোটিরও বেশি মৌমাছি মারা গেছে। সমীক্ষাটি বলছে, এই মৃত্যু স্বাভাবিক কারণে হয়নি। দীর্ঘদিন ধরে নিষিদ্ধ রাসায়নিকের অতিরিক্ত ব্যবহারের ফলে এই মড়ক দেখা দিয়েছে বলে জানিয়েছেন তাঁরা।

মূলত নিওনিকটিনয়েড ও ফিপরোনিল— এই দুটি রাসায়নিক যুক্ত কীটনাশকের ব্যবহার ব্রাজিলে বেড়েছে। এইরকম প্রায় ৩০০ টি কীটনাশক ব্যবহার করা হয়। গোটা ইউরোপ এবং অন্যান্য জায়গায় এই জাতীয় রাসায়নিকের ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ। কিন্তু ব্রাজিলের বর্তমান প্রশাসন এই রাসায়নিক তো নিষিদ্ধ করেইনি, বরং আরও যাতে এর প্রয়োগ বাড়ে তারই চেষ্টা করে গেছে। ফলস্বরূপ, মৌমাছিদের মৃত্যু। আরও অন্যান্য প্রাণীর ওপর কী প্রভাব ফেলেছে, তা এখনও জানা যায়নি।

শুধুমাত্র উন্নয়নের দোহাই দিয়ে এইরকম যথেচ্ছাচার ব্রাজিলের প্রেসিডেন্ট এবং তাঁর প্রশাসনকে আবারও প্রশ্নের সম্মুখীন করল। জীবিতকালে দেওয়া একটি সাক্ষাৎকারে অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন, যদি মৌমাছিদের মতো প্রাণীরা পৃথিবী থেকে উধাও হয়ে যায়, তাহলে মানুষদের মুছে যেতে মোটে চার বছর লাগবে। আমরা কি সেই পথেই এগোচ্ছি?

More From Author See More