আমাজনের পরে এবার সেরাডো, হারাচ্ছে ব্রাজিলের বনভূমি

আমাজন কাণ্ড নিয়ে প্রতিবাদে গর্জে উঠেছিল গোটা বিশ্ব। অথচ, আমাজনের মতো আগুন না লাগলেও সবার অগোচরেই আস্তে আস্তে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে ব্রাজিলের সেরাডো বনভূমি।

প্রসিদ্ধি ও আয়তনে আমাজনের মতো না হলেও, ২০ কোটি হেক্টরের এই বনভূমিতে আছে ১২০ প্রজাতির সরীসৃপ, ১৫০ প্রজাতির উভচর, ১২০০ প্রজাতির মাছ, ৮৮৭ প্রজাতির পাখি ও ১৯৯ প্রজাতির স্তন্যপায়ী।

জীব বৈচিত্র্য ও বাস্তুতন্ত্র কোনোটাতেই সেরাডোর অবদান কম নয়। অথচ প্রতি বছর গড়ে ৭ লক্ষ হেক্টর বনভূমি নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। কিন্তু কীভাবে? এর নেপথ্যে রয়েছে ব্রাজিলের অভ্যন্তরীণ মাংসের চাহিদা। চিন-আমেরিকা বাণিজ্য যুদ্ধের ফলে আন্তর্জাতিক বাজারে সোয়াবিন ও মাংসের আমদানি বাড়িয়েছে চিন। ফলে কৃষিকাজ ও ডেয়ারি শিল্পে মনযোগী হয়েছে ব্রাজিল। আর তাতেই সাফ হচ্ছে লক্ষ লক্ষ হেক্টর বনভূমি।

নিরাপত্তা কম থাকার জন্য জঙ্গল কেটে তৈরি হচ্ছে চারণভূমি। কোথাও করা হচ্ছে কৃষিকাজ। এতকিছুর পরেও প্রেসিডেন্ট বলসেনারোর মুখে কুলুপ। আমাজনের ঘটনার পরও যে যথেষ্ট সচেতন হননি তিনি, তা স্পষ্ট বোঝা যাচ্ছে এই ঘটনা থেকেই।