চাপের মুখে পিছু হটল কেন্দ্র, কমছে না স্বল্প সঞ্চয়ের সুদ

গতকালই ঘোষণা হয়েছিল, পয়লা এপ্রিল থেকে গ্যাসের দাম কমছে ১০ টাকা। তবে মধ্যবিত্তের অস্বস্তি বেড়েছিল অন্য একটি ঘোষণায়। নতুন অর্থবর্ষে পিপিএফ-এর পাশাপাশি প্রবীণ নাগরিক সঞ্চয় এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাধারণ সুদের হারে বেশ বড়োসড়ো রদবদল করেছিল কেন্দ্র। এক দিন পেরনোর আগেই সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে এল সরকার। জানাল অপরিবর্তিত থাকবে সুদের হার।

গতকাল সরকারি নির্দেশিকা জারি করে অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছিল, সবক্ষেত্রেই কমছে সুদের হার। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঞ্চয়ের সুদের হার ৪ শতাংশ থেকে কমিয়ে আনা হয়েছিল ৩.৫ শতাংশে। বদল আনা হয়েছিল ফিক্সড ডিপোজিটের সুদের হারেও। প্রফিডেন্ট ফান্ডের হার ৭.১ থেকে এসে ঠেকেছিল ৬.৪-এ শতাংশে। যা গত ৪৬ বছরে ভারতে সর্বনিম্ন। 

ব্যাঙ্কের পাশাপাশি সমানভাবে হার কমানো হয়েছিল পোস্ট অফিসের মেয়াদি সঞ্চয়েও। ০.৪ থেকে ১.১ শতাংশ কমানো হয়েছিল সুদের হার। কাজেই অবসরপ্রাপ্ত কর্মীরা এবং প্রবীণ নাগরিকরা যে কঠিন সংকটে পড়তেন, তাতে সন্দেহ নেই কোনো। অন্যদিকে প্রাথমিকভাবে রক্ষা পাননি চাকুরিজীবীরাও। মাসিক আয়ের অ্যাকাউন্টেও কমানো হয়েছিল শতকরা বার্ষিক হার। সেইসঙ্গে সুকন্যা সমৃদ্ধি যোজনা কিংবা কিষান বিকাশ পত্রেও সংকুচিত করা হয়েছিল বার্ষিক অনুদানের হার।

অন্যদিকে বৃদ্ধি পাচ্ছে টিভি, ফ্রিজ, এসি— সবকিছুর দামই। বাড়ছে ফ্লাইটের টিকিটের মূল্যও। আকাশ ছোঁবে দু’চাকা, চার চাকা— যে কোনো গাড়ির দাম। এর আগে চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে লকডাউন চলাকালীন সময়ে একবার কমানো হয়েছিল সুদের হার। পাল্লা দিয়ে বেড়েছিল জিনিসপত্রের দাম। এবার আবার একই ঘটনার পুনরাবৃত্তি। সরকারের এই সিদ্ধান্ত ঘিরেই উঠে আসছিল একাধিক প্রশ্ন গতকাল নতুন সরকারি ঘোষণা প্রকাশের পরই সোশ্যাল মিডিয়া-জুড়ে ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের ক্রোধ। আর সেই কারণেই কি শেষ পর্যন্ত পিছু হটল সরকার? 

আরও পড়ুন
ব্রাহ্মণ হয়েও অর্থনীতির চর্চা, সামাজিক সব গণ্ডি ভেঙে দিয়েছিলেন ভরদ্বাজ

Powered by Froala Editor

Latest News See More