যোদ্ধার পাশে দেহাবশেষ তার ঘোড়ারও, কবর খুঁড়তেই চমক প্রত্নতাত্ত্বিকদের

এক সেল্টিক যোদ্ধার কবরের মধ্যে পাওয়া গেল কিছু অস্ত্র আর কঙ্কাল। কঙ্কালটি একটি ঘোড়ার। আর তাতেই চমকে উঠেছেন প্রত্নতাত্ত্বিকরা। ইউনিভার্সিটি অফ ম্যাঞ্চেস্টার-এর এই আবিষ্কার সাড়া ফেলে দিয়েছে সর্বত্র। পাওয়া গেছে ২০০০ বছরের পুরনো একটি ঢালও, যাকে গত দশ লক্ষ বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেল্টিক আর্ট অবজেক্ট বলে মনে করছেন গবেষকরা।

ঢালটির নকশা অজানা হওয়ায়, অনেকেরই ধারণা এটি লৌহ যুগের অবদান। যদিও এই ঢালটি যুদ্ধে ব্যবহার করা হয়নি বলেই ধারণা গবেষকদের। কিন্তু বেশ কয়েকবার মেরামত করা হয়েছিল।

আর্কিওলজিস্টদের মতে, পূর্ব ইয়র্কশায়ারের কবরটি ইংল্যান্ডের একমাত্র কবর, যেখানে ঘোড়ার গাড়ি অর্থাৎ যুদ্ধে ব্যবহৃত রথের কবর রয়েছে। পরবর্তীতে এখানে বহু মানুষকে কবর দেওয়া হলেও, কোনো ঘোড়াকে কবর দেওয়া হয়নি। প্রাচীন সেল্টিক যোদ্ধারা তাদের রথকে কতটা ভালোবাসত, তা এই আবিষ্কার থেকে ধারণা করা যায়। অনেকেই মনে করেন, আগেকার মানুষ বিশ্বাস করত যে এই রথ তাদের মৃত্যু-পরবর্তী স্তরে পৌঁছাতে সাহায্য করবে।

আগামী দিনে, এই আবিষ্কার কোনো মিউজিয়ামে দান করে দেওয়া হবে। এই যুগেও কত নতুন প্রত্নতাত্ত্বিক আবিষ্কার হয়ে চলেছে, ভাবতে অবাক লাগে। এমন আবিষ্কার যে মানুষকে আরও অনুসন্ধিৎসু করে তুলবে, তা বলার অপেক্ষা রাখে না।