তৃণমূল -কংগ্রেসের প্রার্থীতালিকায় তারকাদের উজ্জ্বল উপস্থিতি

/১১

/১১

সোহম চক্রবর্তী – চণ্ডীপুর একসময়ের শিশুশিল্পী থেকে আজকের জনপ্রিয় নায়ক সোহম চক্রবর্তী। সিনেমার পর্দায় তাঁর উপস্থিতি দর্শকদের মধ্যে আলাদা প্রতিক্রিয়া তৈরি করে। সিনেমার পাশাপাশি তৃণমূল-কংগ্রেসের মঞ্চেও একাধিকবার দেখা গিয়েছে তাঁকে। এবারের নির্বাচনে চণ্ডীপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সোহম চক্রবর্তী।

/১১

সায়নী ঘোষ - আসানসোল দক্ষিণ ছোট ও বড় পর্দায় সমানভাবে দর্শকদের মন জয় করে নিয়েছেন প্রতিভাবান অভিনেত্রী সায়নী ঘোষ। সম্প্রতি তাঁর রাজনৈতিক বক্তব্যও একধরণের প্রতিক্রিয়া তৈরি করেছে। কেন্দ্র সরকার এবং তার শাসকদলের বিরুদ্ধে সরব হয়েছেন একাধিকবার। তবে তৃণমূল-কংগ্রেসের সঙ্গে তাঁর যোগাযোগের বিষয়টি প্রচ্ছন্নই ছিল। আসন্ন বিধানসভা নির্বাচনে আসানসোল দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ।

/১১

লাভলি মৈত্র - সোনারপুর ‘জলনুপূর’ ধারাবাহিকের সূত্রে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন শঙ্খমালা, থুরি, লাভলি মৈত্র। আচমকা অভিনয় জগত থেকে কেন বিদায় নিলেন লাভলি, এই প্রশ্নও দীর্ঘদিন ধরে ঘুরছিল দর্শকদের মধ্যে। এবার সোনারপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল-কংগ্রেস প্রার্থী সেই লাভলি মৈত্রই।

/১১

কাঞ্চন মল্লিক – উত্তরপাড়া বাংলা সিনেমার হাতে গোনা কৌতুক অভিনেতাদের মধ্যে অবশ্যই প্রথম স্থানে জায়গা করে নেবেন কাঞ্চন মল্লিক। তবে এর বাইরেও তাঁকে সামাজিক বিষয় নিয়ে মুখ খুলতে দেখা গিয়েছে একাধিকবার। এবার উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল প্রার্থী কাঞ্চন মল্লিক।

/১১

অদিতি মুন্সি – রাজারহাট জি-বাংলা সা-রে-গা-মা-পা সূত্রে উঠে এসেছেন প্রতিভাবান গায়িকা অদিতি মুন্সী। ইতিমধ্যে তাঁর সুরেলা কণ্ঠ শ্রোতাদের মন জয় করে নিয়েছে। রাজারহাট কেন্দ্রে তৃণমূলের তুরুপের তাস সেই অদিতি মুন্সীই।

/১১

কৌশানী মুখোপাধ্যায় - কৃষ্ণনগর উত্তর মাত্র ৫ বছরের অভিনয় জীবনে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। তাঁকে তৃণমূল কংগ্রেসের মঞ্চেও দেখা গিয়েছে সম্প্রতি। এবার কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনে লড়ছেন তৃণমূল প্রার্থী কৌশানী।

/১১

সায়ন্তিকা ব্যানার্জি – বাঁকুড়া অভিনয়ের পাশাপাশি তাঁর নাচের কুশলতাও মুগ্ধ করে দর্শকদের। ‘আওয়ারা’-খ্যাত অভিনেত্রী সায়ন্তিকাও এবারে তৃণমূল-কংগ্রেসের প্রার্থী তালিকার একটি উজ্জ্বল নাম। সদ্য দলে যোগ দেওয়া সায়ন্তিকা বাঁকুড়া বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

/১১

মনোজ তিওয়ারি – শিবপুর জাতীয় ক্রিকেট দলের পরিচিত বাঙালি মুখ মনোজ তিওয়ারি। তবে ক্রিকেটের পাশাপাশি এবার রাজনীতির মঞ্চেও রান তুলতে আসছেন মনোজ। শিবপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তৃণমূল প্রার্থী মনোজ তিওয়ারি।

১০/১১

রাজ চক্রবর্তী - ব্যারাকপুর জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী অবশ্যই এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূলের সবচেয়ে উল্লেখযোগ্য মুখ। সদ্য তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন রাজ চক্রবর্তী। আর তার পরেই ব্যারাকপুর কেন্দ্র থেকে বিধানসভার টিকিট পেলেন তিনি।

১১/১১

মনোরঞ্জন ব্যাপারী – বলাগড় দলিত সাহিত্যিক মনোরঞ্জন ব্যাপারী বাংলা রাজনীতিতে এক আলাদা জায়গা বজায় রেখে চলেছেন এতদিন। তবে এবার তাঁকেও দেখা যাচ্ছে দলীয় রাজনীতির মঞ্চে। তৃণমূল কংগ্রেসের টিকিটেই বলাগড় কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মনোরঞ্জন ব্যাপারী।

Powered by Froala Editor

Latest News See More