একটা সময় ছিল, যখন আকাশে ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়াত টিয়া। শুধু এই বাংলায় নয়, সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রেও দেখা যেত এদের। ক্যারোলিনা প্যারাকিট— আমেরিকার একমাত্র ন্যাটিভ টিয়া। আজ এদের খুঁজতে গেলে আর পাওয়া যাবে না। শুধু খাতার পাতায়, কিংবা ইতিহাসের বইতেই ছবি হিসেবে দেখা যাবে এদের। ডোডো পাখির মতো এই টিয়াও চিরতরে হারিয়ে গেছে পৃথিবী থেকে, আর তা মানুষের জন্যই!
১২ ইঞ্চি লম্বা, সবুজ রঙের পাখিটির গলা আর মুখের রংটা অনেকটা পাকা আমের মতন। শেষবার সামনাসামনি ক্যারোলিনা প্যারাকিটের এই রূপ দেখা গিয়েছিল ১৯১৮ সালে। অর্থাৎ, ১০০ বছর আগে। সেটাই ছিল শেষবার। টিয়ার এই মার্কিন প্রজাতিটি অচিরেই মুছে যায় পৃথিবী থেকে। কিন্তু কেন? পরিবেশবিদরা এর জন্য বারবার দায়ী করেছে মানুষকেই। ফসলের ক্ষতি হবে ভেবে একসময় নির্বিচারে এই পাখিদের মারা হয়েছে। চোরাশিকারির খপ্পরেও পড়েছে এরা। এদের পালক যে তখন ফ্যাশানেবল টুপির ওপর লাগানো হত! এছাড়াও গাছ কাটা, দাবানলও একটা বড় কারণ। আর এত কিছুর সম্মিলিত ফল, একটা প্রজাতির চিরতরে শেষ হয়ে যাওয়া।
ইতিহাসকে আলোচনা করতে বসিনি আমরা। বরং সেই ইতিহাসের পুনরাবৃত্তি যাতে না ঘটে সেটা জানান দেওয়াই আমাদের প্রত্যেকের কাজ। একদিন আমাদের কাজের জন্যই ক্যারোলিনা প্যারাকিটের মতো বহু জীবপ্রজাতি স্রেফ মুছে গেছে পৃথিবী থেকে। আজও সেই কাজ থামেনি। আমরা ‘উন্নয়নে’ মেতে আছি। আমাদের চারপাশটা ঠিক আছে তো?