মুর্শিদাবাদে প্রথম দেখা মিলল বাঘরোলের, তাও মৃত অবস্থায়!

আবারও বাঘরোল মৃত্যুর ঘটনা ঘটল পশ্চিমবঙ্গে। সম্প্রতি মুর্শিদাবাদে হঠাৎ করেই একটি বাঘরোলের দেহ উদ্ধার করে সেখানকার পুলিশ। যা রীতিমতো শোরগোল তুলল পশুপ্রেমীদের মধ্যে। উল্লেখ্য, এর আগে কোনোদিন মুর্শিদাবাদে এই প্রাণীর দেখা পাওয়া যায়নি। এই প্রথম সেখানে বাঘরোল এল, তাও মৃতদেহ হয়ে…

সূত্রের খবর, বুধবার সকালে মুর্শিদাবাদের বেলডাঙার মির্জাপুর গ্রামে এই ঘটনাটি ঘটেছে। স্থানীয় গ্রামবাসীদের মারফৎ সেই খবর পৌঁছয় বেলডাঙা পুলিশ স্টেশনের ওসি এবং সেখানকার বিডিও’র কাছে। তাঁরাই বন দফতরকে বাঘরোলের সম্পর্কে জানান। মুর্শিদাবাদে বাঘরোলের খবর এর আগে পাওয়া যায়নি। তাই প্রথম খবরটিই এরকম দুঃসংবাদ হয়ে হাজির হবে, ভাবতে পারেননি কেউ। বন দফতরের তরফ থেকে মৃত বাঘরোলটির ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এরপরই পরবর্তী তদন্ত এগিয়ে নিয়ে যাবেন তাঁরা। 

এই বছরে বেশ কয়েকবার শিরোনামে এসেছে বাঘরোলের মৃত্যু। একে পশ্চিমবঙ্গের রাজ্য পশু; তার ওপর আন্তর্জাতিক তালিকা অনুযায়ী এদের অস্তিত্ব সংকটের মুখে। বাঘরোলের সংরক্ষণের দিকে নজর দেওয়ার কথা সবাই বলছেন। কিন্তু মানুষের মধ্যে প্রাণীটিকে নিয়ে সচেতনতার অভাব সেই কাজে বাধা দিচ্ছে। একে জলাজমি বুজে গিয়ে এদের বাসস্থান নিয়ে সংকট দেখা দিচ্ছে। সেই সঙ্গে একের পর এক মৃত্যুর ঘটনা সামনে আসছে। মুর্শিদাবাদের ঘটনা তারই নতুন সংযোজন। 

Powered by Froala Editor

Latest News See More