ক্যাব পাচ্ছেন না? বাড়ি ফিরতে সহায় জোম্যাটো রাইড

হঠাৎ কোন দুর্যোগের দিন, শুনশান.. কোনো ক্যাব, ট্যাক্সি পাচ্ছেন না। বা এমন হল, অফিস থেকে বেরোতে দেরি ক্যাব পেলেও ভাড়া নাগালের বাইরে! চিন্তা নেই, এই সমস্যাের সমাধান করবে জোমাটো ডেলিভারি রাইডার্স। হ্যাঁ, ঠিক এমনই অভিনব সমাধান হাজির করেছেন হায়দ্রাবাদের ওবেশ কোমিরিসিটি।

এই হায়দ্রাবাদি যুবক সোশ্যাল মিডিয়ায় তাঁর অভিজ্ঞতার একটি পোস্ট করার পর তা ভাইরাল হয়। রাতারাতি তিনি বিখ্যাত। তার এই আইডিয়াকে বাহবা জানিয়েছে খোদ জোমাটোও।

তখন প্রায় রাত ১১.৫০। নরবিট মলে দাঁড়িয়ে,বাড়ি ফেরার অটো কিংবা বাস কিছুই পাচ্ছিলেন না ওবেশ। ক্যাব বুক করতে গিয়ে চোখ কপালে ওঠে। একটা সময় ধৈর্য হারাতে শুরু করেন তিনি। তখন তিনি ভাবতে ভাবতে অন্য উপায় বের করেন। তিনি জোমাটোতে খাবার অর্ডার করেন, করার পর জোমাটো ডেলিভারি বয় এলে তাকেই তিনি বাড়ি পৌঁছে দেওয়ার অনুরোধ করেন। রাজি হয়ে যায় ডেলিভারি বয়ও। ওবেশ তাঁর এই অভিনব অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর তা ভাইরাল হয়। তাঁর বুদ্ধির তারিফ হয় সর্বত্র। সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে উড়ে আসে প্রশংসা।

পোস্টের শেষে, ওবেশ কোমিরিসেটি জোমাটোকে ধন্যবাদ জানিয়ে লেখেন, ‘থ্যাঙ্ক ইউ জোমাটো ফর ফ্রি রাইড।'