গাছের চাঁদোয়া তরতাজা করে তুলবে আপনাকে, বলছে সমীক্ষা

মাথার ওপর গাছের চাঁদোয়া! চোখ বুজে কল্পনা করলেই মন ভালো হয়ে যায়। বিভিন্ন সময়ে, ভারত বা বাংলাদেশের অনেকেরই হয়তো চোখে পড়েছে যশোর রোডে শতাব্দীপ্রাচীন গাছগুলি কীভাবে ছায়া দেয়। তবে শুধু মন ভালোই নয়, সমীক্ষা বলছে, মানসিক ও শারীরিক স্বাস্থ্যও উন্নততর হয় অমন পরিবেশে থাকলে।

সম্প্রতি অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের সমীক্ষায় দেখা গেছে, যে-সব অঞ্চলে ৩০ শতাংশ বা তার বেশি গাছের চাঁদোয়া আছে, সেখানকার অধিবাসীদের মানসিক চাপ অন্যান্যদের তুলনায় প্রায় ৩১ শতাংশ কম। এমনকি, সাধারণ স্বাস্থ্য যেমন রক্তচাপ, স্মৃতিশক্তি ইত্যাদি ক্ষেত্রেও অন্যদের তুলনায় ৩৩ শতাংশ কম তাঁদের ভোগান্তি।

শহুরে এলাকায় সবুজ পরিবেশ যতটা না সাহায্য করে, তার থেকে অনেক বেশি কার্যকরী প্রান্তিক এলাকার গাছের চাঁদোয়া। অস্ট্রেলিয়ার বিভিন্ন স্তরের প্রায় ৪৬,০০০ মানুষের ওপর করা সমীক্ষা থেকে প্রাপ্ত তথ্য যে গাছের ছায়ার প্রতি মানুষের লোভ আরেকটু বাড়িয়ে দেবে, তা নিয়ে সন্দেহ কী!