ফাঁকা একটা স্কুলবাস দাঁড়িয়ে আছে মাঠে। দেখে মনে হচ্ছে পুরনো, খানিক ভাঙাও। কিন্তু সে তো বাইরের চেহারা। ভেতরে ঢুকলেই ম্যাজিক! আপনার জন্য অপেক্ষা করছে আস্ত একটা গ্রিনহাউস চেম্বার। সারি সারি গাছ টব থেকে মাথা তুলে আছে। সম্প্রতি এমনই কাণ্ড করলেন কানাডার এক মহিলা। তার এমন উদ্যোগ প্রশংসা আদায় করেছে পরিবেশপ্রেমীদের থেকে।
ডনি রে ফ্র্যাঙ্কলিনের মাথায় এই আইডিয়া যখন এল, তার আগে এমন উদ্যোগ কখনও নেওয়া হয়নি। স্কুলবাস খারাপ হয়ে গেলে তার জায়গা হয় জাঙ্ক ইয়ার্ডে, বা ফাঁকা মাঠে। আস্তে আস্তে হলুদ আবরণ খসে শেষের পথে পা বাড়ায় চেহারা। অনেকে আবার এই পুরনো বাসগুলিকে বদলে দেন ছোটো ঘর অথবা ঝাঁ-চকচকে আরভি’তে। কিন্তু পরিবেশের কাজেও যে এদের ব্যবহার করা যায়, সেটা কেউ ভাবেননি।
ডনি এবং তাঁর পরিবার সেই জিনিসটিই ভাবলেন। ছাদ খোলা দুটো পুরনো বাসের বাইরের কাঠামোটা একই রেখেছেন। ভেতরটা পুরো বদলে গেছে। শক্ত স্টিলের কাঠামোর সঙ্গে থাকা পলিইথিলিন প্লাস্টিক তৈরি করেছে গ্রিন হাউস। আর ভেতরে সার দেওয়া গাছ! দিব্যি মাথা তুলে আছে তারা। যদি গরম পড়ে খুব? সমস্যা নেই; বাসের জানলা খুলে দিলেই হল! এভাবেও যে পুরনো ভাঙা স্কুলবাসকে ব্যবহার করা যায়, সেটাই দেখিয়ে দিলেন ডনি ফ্র্যাঙ্কলিন। এরকমভাবেই যাতে সবাই এগিয়ে আসেন, পরিবেশকে বাঁচানোর উদ্যোগ নেন, সেটাই তো অনেক!
Powered by Froala Editor