মানুষের মতোই পরিচয়, অধিকার নদীর; অভিনব উদ্যোগ কানাডায়

‘ও নদী রে, একটি কথা শুধাই শুধু তোমারে…’

গৌরি প্রসন্ন মজুমদার এই গানের কথার মধ্যে দিয়েই যেন অনুসন্ধান করেছিলেন নদীর পরিচয়ের। শুধু গৌরি প্রসন্নর এই গানই নয়, সাহিত্যই হোক কিংবা শিল্পের অন্যান্য মাধ্যম— নদীকে ব্যক্তির সঙ্গেই তুলনা করেছেন শিল্পীরা। তাহলে তার ব্যক্তি স্বাধীনতা, মানবাধিকারের প্রসঙ্গই বা এড়িয়ে যাওয়া যায় কীভাবে? এবারে মানুষের মতোই অবিকল পরিচয় পত্র এবং অধিকার পেল নদী। হ্যাঁ, সম্প্রতি এমনই বিরল ঘটনার সাক্ষী হল কানাডা (Canada)। 

কানাডার উত্তর কুইবেকের ম্যাগপাই নদী (Magpie River)। এই নদী উপত্যকাতেই কয়েকশো বছর ধরে বসবাস করে আসছে স্থানীয় ইকুয়ানিটশিট ইনু উপজাতির মানুষরা। ম্যাগপাই নদীর আনুষ্ঠানিক আইনি স্বীকৃতির জন্য দীর্ঘ এক দশক ধরেই লড়াই করে এসেছে কানাডার এই জনগোষ্ঠী। অরণ্য ও প্রকৃতির অধিকার এবং সর্বোপরি পরিবেশ রক্ষার তাগিয়েই এই লড়াই। শেষ পর্যন্ত এবার জয়ের মুখ দেখলেন এই প্রাচীন জনগোষ্ঠীর মানুষরা। 

কানাডার উত্তর কিউবেকে প্রায় ৩০০ কিলোমিটার অঞ্চলজুড়ে বিস্তৃত এই নদী। তার ঐতিহাসিক এবং ভৌগলিক তাৎপর্যও কম নয়। একটা সময় এই নদী তীরবর্তী অঞ্চলেই গড়ে উঠেছিল কানাডার অন্যতম প্রাচীন সভ্যতা। ইকুয়ানিটশিট মানুষদের কাছে এই নদী উপত্যকা পবিত্রভূমিও বটে। তবে ঔপনিবেশিক শাসনকালে এই নদীর অধিকার হারায় প্রাচীন জনগোষ্ঠীর মানুষরা। বিগত একশো বছরে সময়ের সঙ্গে বদলেছে অনেক কিছুই, আধুনিক প্রশাসন ব্যবস্থা প্রাচীন জনগোষ্ঠীর মানুষদের প্রকৃতির অধিকার ফিরিয়ে দিয়েছে অনেকক্ষেত্রেই। শুধু থামেনি পরিবেশের ধ্বংসযজ্ঞ। 

নির্বিচারে অবৈধ অরণ্যনিধন তো লেগে রয়েছেই। সেইসঙ্গে ম্যাগপাই নদী বর্তমানে কানাডার অন্যতম হোয়াটওয়াটার রিভার রাফটিং গন্তব্য। ম্যাগপাইয়ের প্রাকৃতিক সৌন্দর্য এবং জনপ্রিয়তায় ক্রমশ বাড়ছে পর্যটকদের আনাগোনা। পাল্লা দিয়ে বাড়ছে পরিবেশ দূষণের মাত্রাও। কিন্তু দূষণ নিয়ন্ত্রণে সেই মতো কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। এমনটাই অভিযোগ ছিল আদি-ভূমিপুত্রদের।

এবার তাঁদের কথা মতোই এই নদীর ব্যক্তি-পরিচয়কে আইনি স্বীকৃতি দিল কানাডা প্রশাসন। কোনো নদীর অধিকার লঙ্ঘন করা হলে, স্থানীয় বাসিন্দারাই নদীর হয়ে দ্বারস্থ হতে পারবেন আদালতে। জরুরি ভিত্তিতেই সেই মামলা পর্যবেক্ষণ করবে আদালত, আশ্বাস দিয়েছে সরকার। কানাডার এই পদক্ষেপ বাড়তি সুরক্ষা প্রদান করবে প্রকৃতি সংরক্ষণে, তাতে সন্দেহ নেই কোনো। তবে মজার বিষয় হল, ভৌগলিকভাবে এই নদীর নাম ম্যাগপাই হলেও, এই নদীর পরিচয় পেয়েছে ভিন্ন নামে। মুটুহেকাউ শিপু। হ্যাঁ, এই নামেই প্রাচীন কাল থেকে ইনু উপজাতির কাছে পরিচিত এই পবিত্র নদী। এই নামকেই তাই আইনি স্বীকৃতি দিয়েছে কানাডা প্রশাসন…

Powered by Froala Editor

More From Author See More