শারীরিক প্রতিবন্ধকতাকে সঙ্গী করেই তাঁর বেড়ে ওঠা। সামান্য হলেও শরীরের তুলনায় খানিকটা ডানদিকে ঝুঁকে থাকে তাঁর কাঁধ। স্কুল থেকে কলেজ— এই শারীরিক প্রতিবন্ধকতার জন্য ছাত্রজীবনে সহপাঠীদের নিগ্রহের শিকার হয়েছিলেন তিনি। নিজের জীবনের ওপর বিতৃষ্ণ হয়ে একটা সময় আত্মহননের প্রচেষ্টাও করেছিলেন তিনি। রাধিকা গুপ্ত (Radhika Gupta। ভারতের সর্বকনিষ্ঠ উদ্যোগপতি (Youngest CEO) হয়ে এবার নজির গড়লেন তিনি।
জন্মগতভাবে ভারতীয় হলেও, তাঁর জীবনের বেশিরভাগটাই কেটেছে ভারতের বাইরে। বাবা ছিলেন ভারতের রাষ্ট্রদূত তথা কূটনীতিবিদ। ফলে এক দেশ থেকে অন্যদেশে স্থানান্তরিত হওয়া লেগেই থাকত। সেই সূত্রেই পাকিস্তান, নিউইয়র্ক, নাইজেরিয়া-সহ একাধিক দেশের স্কুলে পড়াশোনা করেছেন রাধিকা। তবে সবক্ষেত্রেই সাধারণ ছিল নিগ্রহের বিষয়টি। প্রথমত তাঁর শারীরিক প্রতিবন্ধকতা, দ্বিতীয়ত ভারতীয় উচ্চারণ— নানাভাবে তীর্যক উক্তি ধেয়ে আসত তাঁর দিকে। বাদ যেতেন না শিক্ষক-শিক্ষিকারাও। তাঁর মায়ের সৌন্দর্যের সঙ্গে তাঁর তুলে তুলনা করে কটূক্তি করতেন হামেশাই।
ইঞ্জিনিয়ারিং পাশ করার পর, কর্মক্ষেত্রে যোগ দেওয়ার সময় আরও বড়ো সমস্যার সম্মুখীন হন রাধিকা। প্রতিবন্ধকতার জেরে একের পর এক বেসরকারি কর্মক্ষেত্রে প্রত্যাখ্যাত হন তিনি। সুযোগ হারিয়েছিলেন ৭টি চাকরির। হতাশাগ্রস্ত হয়ে বেছে নিয়েছিলেন আত্মহননের পথ। দুই বন্ধুর দৌলতে প্রাণ বেঁচেছিল ঠিকই। তবে দীর্ঘদিন হুইলচেয়ারই হয়ে ওঠে তাঁর সম্বল।
এরও বছর খানেক পর ম্যাকিন্সিতে চাকরির সুযোগ পান রাধিকা। সেখানে খানিক অভিজ্ঞতা সঞ্চয়ের পর নিজেই একটি অ্যাসেট ম্যানেজমেন্ট ফার্ম— এডেলউইস এমএফ প্রতিষ্ঠা করেন তিনি। এই উদ্যোগের সঙ্গী ছিলেন তাঁর স্বামী ও এক বন্ধু। সহ-প্রতিষ্ঠাতা হলেও সংস্থার সর্বোচ্চ দায়ভার তাঁর কাঁধেই তুলে দিয়েছিলেন তাঁর স্বামী ও বন্ধু। আর তারপরই তৈরি হয়েছিল এক নতুন ইতিহাস। ভারতের কর্পোরেট দুনিয়ায় তিনিই হয়ে ওঠেন কনিষ্ঠতম সিইও।
আরও পড়ুন
প্রতিবন্ধকতার জন্য সয়েছেন কটূক্তি, আজ দেশের কনিষ্ঠতম সিইও রাধিকা
কর্পোরেট জগতে যেখানে প্রায় সবক্ষেত্রেই ক্ষমতার শীর্ষস্থানে বসে রয়েছেন পুরুষরা, সেখানে তিনি এক ব্যতিক্রম। আজও নানাভাবে সমালোচনার শিকার হতে হয় তাঁকে, ধেয়ে আসে তীর্যক উক্তির বৃষ্টি— তবে আজ আর সেসবে এতটুকুও বিচলিত হন না রাধিকা। নীরবেই যেন সাফল্যের মধ্যে দিয়ে এই বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে চলেছেন তিনি। কর্পোরেট জগতে কাজ করার সুযোগ করে দিচ্ছেন তাঁর মতো অসংখ্য মহিলাকে। তাঁর এই লড়াই কি কম অনুপ্রেরণার?
আরও পড়ুন
বর্তমান বিশ্বের কনিষ্ঠতম রাষ্ট্রনেতা, চিলির নতুন রাষ্ট্রপতির উত্থানকাহিনি
Powered by Froala Editor
আরও পড়ুন
মাত্র পাঁচ বছর বয়সে অন্তঃসত্ত্বা! বিশ্বের কনিষ্ঠতম মা পেরুর লিনা মেডিনা