গত মাসেই ৩৬-এ পা দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে বয়স যে বিন্দুমাত্র তাঁর খেলায় প্রভাব ফেলছে না, প্রতিনিয়তই তার প্রমাণ দিয়ে চলেছেন পর্তুগিজ তারকা। গতকাল সিরি-এ’র ম্যাচে ক্যালিয়ারির বিরুদ্ধে জুভেন্তাসের হয়ে প্রথমার্ধেই হ্যাটট্রিক করলেন রোনাল্ডো। আর তৈরি হল এক নতুন ইতিহাস। ফুটবল সম্রাট পেলেকে টপকে এখন সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসাবে নিজেকে তুলে আনলেন সিআর-৭।
তবে বেশ কয়েক সপ্তাহ আগেই থেকেই শুরু হয়ে গিয়েছিল এই জল্পনা। আসলে কোনো কোনো পরিসংখ্যানে পেলের মোট গোলসংখ্যা ধরা হয় ৭৫৭। তবে সাও পাওলো ক্লাবের হয় ৯টি এবং ব্রাজিলের সেনাবিভাগের হয়েও ১টি গোল করেছিলেন পেলে। ফলে কোথাও বলা হয় ৭৬৭টি গোল রয়েছে পেলের ঝুলিতে। সোমবার দুই পরিসংখ্যানকেই ছাপিয়ে গেলেন রোনাল্ডো। বর্তমানে সব মিলিয়ে তাঁর কেরিয়ারের গোলসংখ্যা ৭৭০। যার মধ্যে রয়েছে দেশের হয়ে ১০২টি আন্তর্জাতিক গোল এবং ক্লাবের হয়ে ৬৬৮টি গোল।
এর আগেও ৭৫৭ গোলের মাইলস্টোন স্পর্শ করার সময়ও বিশ্বের সকল সংবাদমাধ্যমেই ছাপা হয়েছিল রোনাল্ডোর কৃতিত্বের কথা। তবে রোনাল্ডো নিজে কোথাও-ই লেখেননি সে কথা। সোমবার জুভেন্তাসের হয়ে হ্যাটট্রিক করার পর মুখ খুললেন তিনি। ইনস্টাগ্রামে আবেগপ্রবণ হয়ে একটি পোস্ট করেন তিনি। তুলে আনেন শুরুর দিনের কথাগুলো। উল্লেখ করেন হাজার প্রতিবন্ধকতায় আটকে থাকা লিসবনের মাদেরিয়া থেকে সেই ছেলেটার যে স্বপ্নপূরণ হবে, তা কোনোদিনও বিশ্বাস করেননি তিনি।
পাশাপাশি তিনি শ্রদ্ধা জানান পেলেকেও। পেলের খেলা, কৃতিত্ব এবং রেকর্ডই যে তাঁকে ক্রমাগত অনুপ্রেরণা জুগিয়ে গেছে তা বলতে বিন্দুমাত্র সংকোচ প্রকাশ করেননি রোনাল্ডো। সেইসঙ্গে দলের সকল সহ-যোদ্ধাদেরও ধন্যবাদজ্ঞাপন করেন পর্তুগিজ তারকা।
আরও পড়ুন
মিস করেননি একটিও ম্যাচ, সদ্যপ্রয়াত দম্পতিকে বিরল সম্মাননা তুর্কির ফুটবল ক্লাবের
রোনাল্ডোর এই কৃতিত্বের পরে উচ্ছ্বাস প্রকাশ করেন পেলেও। সামাজিক মাধ্যমে ফুটবল সম্রাট আন্তরিক শুভেচ্ছা জানান রোনাল্ডোকে। লেখেন, “আমি অত্যন্ত আনন্দিত যে আমার রেকর্ড ভাঙল এত বছর পর। শুধু আক্ষেপ, এই মুহূর্তে ছুটে গিয়ে তোমাকে জড়িয়ে ধরতে পারছি না।” দুই প্রজন্মের এই দুই শ্রেষ্ঠ ফুটবল তারকার মধ্যে সখ্য এর আগেও চোখে পড়েছে বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে। ফুটবলের ঐতিহাসিক মুহূর্তে আরও একবার ভেসে উঠল সেই দৃশ্যটাই।
যদিও খাতায় কলমে এই মুহূর্তে বিশ্বের সর্বোচ্চ গোলদাতা রোনাল্ডোই। তবে বেশ কিছু মিডিয়ার দাবি চেক তারকা জোসেফ বাইকানের গোলসংখ্যা ৮০৫। কিন্তু তার কোনো লিখিত পরিসংখ্যানভিত্তিক নথি নেই। তবে সেই লক্ষ্যমাত্রাও যে পেরিয়ে যেতে খুব বেশি দিন সময় নেবেন না সিআর-৭, তা আর নতুন করে বলার নেই। আগামী দু-তিন মরশুম এখনও স্বাচ্ছন্দে ফুটবল মাঠে বিরাজ করবেন বলেই জানাচ্ছেন রোনাল্ডো। এখন দেখার বিষয় ঠিক কোথায় গিয়ে শেষ হয় তাঁর সাম্রাজ্যের পরিধি…
আরও পড়ুন
ফুটবলের গ্যাংস্টার ও এক অন্ধকার শহরের কিসসা
Powered by Froala Editor