বাতিল টায়ার দিয়ে কুকুর-বিড়ালদের বিছানা তৈরি করেন যুবক

রাস্তার ধারে কিংবা গ্যারাজে বাতিল টায়ার পড়ে থাকতে দেখা যায় অনেকসময়ই। অনেক টায়ারই সারিয়ে নিয়ে ব্যবহার করা যায় না দ্বিতীয়বার। আর টায়ারের পিছনে দৌড়োতে দৌড়োতে খেলার সেই শৈশব তো হারাতেই বসেছে প্রায়।

অথচ এইসব বাতিল টায়ার দিয়েই এক সৃজনশীল সৃষ্টি করে দেখালেন বছর ২৩-এর এক যুবক। বিড়াল-কুকুরদের জন্য বিছানা বানালেন তিনি। হ্যাঁ, রাবারের টায়ার দিয়েই।

ব্রাজিলের ২৩ বছরের যুবক আমারিলদো সিলভা। রাস্তার ধার থেকে টায়ার কুড়িয়ে নিয়ে, সেগুলিকে ভালো করে ধুয়ে, পরিষ্কার করে, কেটে, সেলাই করে নতুন রূপ দেন তিনি। তারপর বিভিন্ন উজ্জ্বল রং চড়ানো হয় টায়ারগুলির ওপর। তারপর একটি সুন্দর কাপড়ের বিছানা ওই টায়ারের ওপর পেতে দেন আমারিলদো, সঙ্গে একটা ছোট্ট বালিশ। আজ পর্যন্ত এমন ৬০০০-এরও বেশি এমন টায়ারের বিছানা তৈরি করেছেন আমারিলদো।

পশুপ্রেমী এই যুবক বাতিল টায়ার আবার ব্যবহার্য করে তোলার পাশাপাশি নিজের শিল্পীসত্তাকেও ফুটিয়ে তুলছেন এই উদ্যোগের মাধ্যমে। এক সৃষ্টিতেই সম্পূর্ণ হচ্ছে একাধিক প্রয়োজন। আমারালদোর উদ্যোগকে স্বাগত।