করোনাভাইরাসের থাবায় পুরোপুরি বিধ্বস্ত ব্রাজিল। ক্রমেই বেড়ে চলেছে সংক্রমণ। প্রতিদিন আক্রান্তের সংখ্যা তৈরি করছে নতুন রেকর্ড। গত একসপ্তাহে খাড়াই ওপরের দিকে উঠেছে পরিসংখ্যার গ্রাফ। আর তার জেরেই এবার ব্রাজিলের মোট সংক্রমণের সংখ্যা ছাড়াল ১০ লক্ষ।
করোনা সংক্রমণের নিরিখে এখন ব্রাজিলের স্থান দ্বিতীয়। শুক্রবারের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় ২৪ সে-দেশে আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার মানুষ। যার ফলে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১০ লক্ষ ৩২ হাজারে। তবে এখনো চরম শিখরে পৌঁছায়নি খারাপের মাত্রা। সেই অশনি সংকেতই দিচ্ছেন বিশেষজ্ঞরা। সংক্রমণ সর্বোচ্চ হার ছোঁবে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই, আভাস দিয়েছেন চিকিৎসকরা। ছাড়িয়ে যেতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রকেও।
তবে এই পরিস্থিতির জন্য সাধারণ মানুষ আঙুল তুলেছেন প্রেসিডেন্ট বলসোনারোর দায়িত্ব-জ্ঞানহীন সিদ্ধান্ত এবং পরিকাঠামোর অভাবের দিকে। ক্রমাগত অবস্থার অবনতি হওয়া সত্ত্বেও দেশব্যাপী লকডাউনের পথে হাটছেন না কেন বলসোনারো, উঠছে সেই প্রশ্নই। অভিযোগ উঠছে পর্যাপ্ত টেস্ট কিংবা চিকিৎসা কোনোটাই নাগরিকদের সঠিকভাবে প্রদান করতে পারছে না প্রশাসন। এরই পাশাপাশি অন্যান্য দেশের মতই ভেঙে পড়েছে অর্থনৈতিক পরিকাঠামোও। ৬-৮ শতাংশ কমেছে দেশের আয়। যার ফলে কাজ হারিয়েছেন লক্ষ লক্ষ মানুষ।
গত চার দিনে ব্রাজিলে মৃত্যু হয়েছে দৈনিক হাজারের বেশি মানুষের। গতকাল সেই রেকর্ড ছুঁয়েছে দিনে ১২০০। মোট ৪৯ হাজারের মৃত্যুমিছিল। পরিস্থিতি এতটাই খারাপ যে মৃতদেহ সমাধিস্থ করার জায়গারও অভাব দেখা দিয়েছে ব্রাজিলে। তবুও উদাসীন সে দেশের প্রশাসন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO সন্দেহ প্রকাশ করেছে পরিসংখ্যানের ব্যাপারে। জানিয়েছে, সরকারি তথ্যের থেকে বাস্তবে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা অনেকটাই বেশি। সামনে ভয়ঙ্কর পরিস্থিতি আসতে চলেছে, তার ব্যাপারে সতর্ক করেছে ব্রাজিলকে। তবে একা ব্রাজিল নয়, ল্যাটিন আমেরিকার অধিকাংশ দেশের অবস্থাই খারাপের দিকে এগোচ্ছে। চিলি এবং পেরুতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে দু’লক্ষ। মেক্সিকোয় মৃত্যু হয়েছে কুড়ি হাজারের। ভাইরাসের নতুন হটস্পট এখন ল্যাটিন আমেরিকা, তেমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। এই আবহ থেকে মুক্তি মিলবে কবে, জানা নেই কারোর...
আরও পড়ুন
করোনা-আক্রান্তের নতুন রেকর্ড ভারতে, পেরোল ৪ লক্ষও; আপনি-আমি নিরাপদ তো?
Powered by Froala Editor
আরও পড়ুন
করোনায় আক্রান্ত বাংলাদেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মাশরাফি, চিন্তিত ভক্তরা