ব্রেনের সূক্ষ্ম সার্জারিতে সাহায্য করবে এই রোবোটিক থ্রেড

কোনো রকম অপেরেশনকেই মানুষ চিরকাল ভয় পেয়ে এসেছে। ছুরি-কাঁচির সাহায্যে শরীর কাটা হবে ভাবলেই শিহরণ দিয়ে ওঠে। সেটি যদি অত্যাবশ্যক অঙ্গ যেমন হৃৎপিণ্ড বা ব্রেনের হয়, তাহলে মানুষ স্বাভাবিকভাবেই দূরে থাকার চেষ্টা করে। এই অবস্থায়, ম্যাসাচুসেটস ইনসটিটিউট অফ টেকনোলজির বিজ্ঞানীরা তৈরি করেছেন এই অনবদ্য রোবটিক থ্রেড।

ব্রেনের সূক্ষ্ম রক্তনালিগুলির মধ্যে দিয়ে নিজের পথ বানিয়ে নিয়ে ক্ষতিগ্রস্থ জায়গাতে পৌঁছে যেতে পারে এই রোবট থ্রেড।  নিকেল-টাইটানিয়াম মিশ্রণ দিয়ে তৈরি রোবটটিকে মসৃণ এবং ঘর্ষণমুক্ত করার জন্য, প্রথমে চৌম্বকীয় কণাগুলির সঙ্গে প্রলেপ দেওয়া হয় একটি পেস্টের। তারপর প্রলেপ পড়তে হাইড্রোজেলের। ম্যাগনেটিক বা চৌম্বকীয় কারণেই ক্ষতিগ্রস্থ জায়গার অথবা কোনো বিশেষ জায়গায় ড্রাগ ব্যাবহার করার দিকে রওনা দেয় থ্রেডটি।

ব্রেইন সার্জারির সঙ্গে স্বাভাবিকভাবেই অনেক প্রকারের জটিলতা জড়িয়ে থাকে, সেগুলিকে প্রতিরোধ করতে এই রোবটটি সাহায্য করবে বলেই বিশ্বাস বিজ্ঞানীদের।