ব্রেন ক্যানসাররের আরোগ্য খুঁজতে, 'মিনি ব্রেন' তৈরি করছেন বিজ্ঞানীরা

আধুনিক যুগে চিকৎসা বিজ্ঞান উন্নত হলেও ক্যানসার প্রতিকারের উপায় এখনও অধরাই। তবে কিছু ধরণের ক্যানসারকে চিকিৎসার মাধ্যমে সারিয়ে তুলতে সম্ভবপর হয়েছেন ডাক্তাররা। কিন্তু ব্যতিক্রম ব্রেন ক্যানসার। গ্লিওব্লাস্টমা নামক একটি ব্রেন ক্যানসার-এর সুরাহা মেলেনি এখনও। কিন্তু সাম্প্রতিক কালে, পেনসিলভেনিয়া স্কুল অফ মেডিসিন বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানীরা এই রোগটির চিকিৎসার নতুন পথ দেখালেন।

'মিনি ব্রেনস' নামে এই পদ্ধতিটিতে, স্টেম সেল থেকে মটরশুঁটি দানার আকারের অরগানয়েড উৎপন্ন করা হয়, যা ব্রেনের মতই সব বৈশিষ্ট্য বহন করবে।

ব্রেন ক্যানসারে আক্রান্ত রোগীদের চিকিৎসা মূলত খুব জটিল ও ব্যয়সাপেক্ষ। এমনকি এক ওষুধেও বিভিন্ন রোগীর প্রতিক্রিয়া বিভিন্ন রকম। তাই রোগীর টিউমার থেকে স্টেম সেল নিয়ে কয়েক সপ্তাহের মধ্যে অন্য একটি টিউমারযুক্ত মিনি ব্রেনে সেগুলিকে উৎপন্ন করা হবে। প্রাথমিকভাবে, ইঁদুরের ব্রেনে এই অরগানয়েডগুলি গড়ে তোলাই লক্ষ্য।

কার-টি নামক সেল থেরাপি প্রয়োগ করে তাঁরা এই পরীক্ষাটি করতে চান, যেখানে রোগীর ইমিউন সিস্টেম পরিবর্তিত হয়ে ক্যানসার কোষ বেড়ে উঠতে বাধা দেবে। বিভিন্ন ধরণের টিউমারের ওপর এই কার-টি ট্রিটমেন্ট চালানো হবে।

ক্যানসারের আদৌ কোনো প্রতিকার পাওয়া যাবে কিনা, তা সময়ই বলবে। তবে এই মুহূর্তে এ-ধরণের পরীক্ষা চিকিৎসাবিজ্ঞানে আশার আলো দেখাবে বলে মনে করছেন অনেকেই। কে জানে, নতুন দশকের বিজ্ঞান হয়তো অত্যাশ্চর্য কিছু এনে হাজির করবে আমাদের সামনে!

Latest News See More