বরাবরই মায়েরা ঘরের বেশিরভাগ কাজ সামলান। খুব কম সময়ই বাবাদের দেখা যায় ঘরের খুঁটিনাটি কাজ করতে। এ নিয়ে মায়েদের ক্ষোভও কম নয়। শুধু ভারতীয় উপমহাদেশে নয়, সারা বিশ্বেই সচরাচর ঘটে থাকে এমনটাই। বহুদিনের এই অসাম্যকে দূর করার উদ্যোগ নিল স্পেনের একটি স্কুল।
কলেগিও মন্টে ক্যাস্তেলো নামের স্কুলটি প্রত্যেকদিনের সাধারণ ক্লাস রুটিনে বেসিক সাবজেক্টগুলি ছাড়াও আলাদা করে হোম ইকোনমিকস-কে প্রাধান্য দিয়েছে। ক্লাসটিতে মূলত ছাত্রদের শেখানো হয় ঘরের বিভিন্ন কাজ। জামা ইস্ত্রি করা, রান্না, সেলাই করা, বাসন ধোয়া, কাঠের কাজ, ইলেক্ট্রিকের কাজ শেখানো হয় তাদের। শুরুর দিকে ছাত্রদের এই কোর্সে অনীহা থাকলেও, তাদের বাবা মায়েদের উৎসাহে অনেকটাই ধাতস্থ হয়েছে তারা।
বর্তমানের ব্যস্ত যুগে যখন সাধারণত বাড়ির মা-বাবা দুজনেই বাইরে কাজ করেন, সেখানে কেবল মহিলাদের কাছে ঘরের কাজ আশা করা অহেতুক। এরকম অবস্থায় ক্লাসটির ভাবনা সত্যিই অভিনব।