সম্প্রতি প্রশান্ত মহাসাগরের বিপুল পরিমাণ প্লাস্টিকের বর্জ্য নিজের হাতে পরিষ্কার করেছেন তিনি। সমস্ত জায়গা থেকে প্লাস্টিক সরানোর পণ নিয়েছেন। তরুণ ডাচ ইঞ্জিনিয়ার বোয়ান স্ল্যাট এবার লক্ষ্য স্থির করেছেন নদীর দিকে। বিশ্বের গুরুত্বপূর্ণ নদীগুলির বুক থেকেও প্লাস্টিক হটানোর পরিকল্পনা করছেন তিনি।
বোয়ান এবং তাঁর সংস্থা ‘দ্য ওশান ক্লিনআপ’ তাঁদের ইন্টারসেপ্টার যন্ত্রের সাহায্যে প্রশান্ত মহাসাগরের বিপুল পরিমাণ বর্জ্য পরিস্কার করেছিলেন। আর সেই কাজ করতে গিয়েই তাঁরা দেখেছিলেন নদীগুলোর দুরবস্থা। ওই নদীগুলো থেকেই প্লাস্টিক বর্জ্য এসে সমুদ্রে পড়ছে। এবার সেই নদীগুলোকেই পরিস্কার করার ভাবনায় তাঁরা। তাঁদের এই যন্ত্র পরিবেশবান্ধবও, তাই এর থেকে দূষণ হওয়ার সম্ভাবনা নেই। বোয়ানের পরিকল্পনা, ২০২৫-এর মধ্যে বিশ্বের এক হাজার নদীকে প্লাস্টিক মুক্ত করার। ইতিমধ্যেই কুয়ালা লামপুরের ক্লাং নদীতে এই পরিস্কারের কাজ শুরু করেছেন তাঁরা।
বোয়ানের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। কিন্তু শুধু বোয়ান নয়, সম্পূর্ণ প্লাস্টিক মুক্ত করতে এগিয়ে আসতে হবে আমাদের প্রত্যেককে। শুধু সমুদ্র বা নদী নয়, অনেক জলাশয়ও দূষণের কবলে। নষ্ট হচ্ছে জলের বাস্তুতন্ত্রও। আমরা প্রত্যেকে যদি এগিয়ে না আসি, তবে কয়েকজনের চেষ্টায় সম্পূর্ণ দূষণ মুক্ত করা যাবে না। নিজের নিজের জায়গায় দাঁড়িয়ে সেই উদ্যোগ কি নিতে পারি না আমরা?