শারীরিক অবস্থার অবনতি, আইসিইউতে ভর্তি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের করোনা ভাইরাসের টেস্ট পজিটিভ এসেছিল ২৭ মার্চই। ১১ ডাউনিং স্ট্রিটের বাড়িতেই কোয়ারেন্টাইনে ছিলেন তিনি। চালিয়ে যাচ্ছিলেন সরকারি সমস্ত দায়িত্ব এবং কর্মসূচি। কিন্তু ক্রমাগত অবনতি হতে থাকে তাঁর শারীরিক অবস্থার। আজ দুপুর থেকে সমস্যা বাড়তে থাকে আরও। গত দশ দিন গৃহবন্দি অবস্থায় চিকিৎসকের পর্যবেক্ষণেই ছিলেন তিনি। কিছু টেস্টের পর আজ রাতেই তাঁকে ভর্তি করা হয় লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে।

বর্তমানে ওই হাসপাতালের আইসিইউতেই রয়েছেন উনি। তবে উনি সচেতনই আছেন। কিন্তু শ্বাসকষ্টের কারণে প্রয়োজন পড়তে পারে ভেন্টিলেটরের। তাই চিকিৎসকরা আইসিইউতে ভর্তির পরামর্শ দেন।

এদিন তিনি, পররাষ্ট্র সচিব ডমিনিচ র‍্যাব-কে জরুরি অবস্থার প্রতিনিধি হিসাবে নিযুক্ত করেন। এদিন কনফারেন্সে পররাষ্ট্র সচিব বরিস জনসনের পক্ষ থেকে মেডিকেল টিম এবং সকল স্টাফদের ধন্যবাদ জানান। তিনি আরও জানান, চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকলেও, বরিস জনসন, সরকারের সমস্ত কাজ চালিয়ে যাবেন। বরিস জনসন নিজেও ট্যুইটে জানান, সর্বক্ষণই জরুরি টিমের সঙ্গে যোগাযোগ রাখবেন তিনি। দেশবাসীর উদ্দেশ্যে এক জোট হয়ে এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই জারি রাখার বার্তা দেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর শারীরিক অবনতি চিন্তার ছায়া ফেলেছে দেশের সর্বস্তরেই। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই স্পেন, ফ্রান্স এবং একাধিক দেশের প্রধানরা তাঁর সুস্থতা কামনা করেছেন। বার্তা পাঠিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরোগ্য প্রার্থনা করে ট্যুইট করেন সৌরভ গঙ্গোপাধ্যায়-ও। কঠিন সময়কে হারিয়ে দ্রুত সুস্থতায় ফিরবেন বরিস জনসন, এমনটাই প্রার্থনা সকলের।

More From Author See More