মা হারানোর স্মৃতি নিয়ে জানুয়ারিতেই ‘৪ঠা নভেম্বর’, প্রকাশিত নতুন কবিতার বই

“মা আমার জীবনের অনেকটা জুড়ে ছিলেন। সবসময় সাহস দিতেন আমাকে। তাই যখন মা চলে গেল, তখন একদম ভেঙে পড়েছিলাম। চারিপাশটা এক লহমায় শূন্য হয়ে গিয়েছিল। সেই সময় এই কবিতাই আমাকে একপ্রকার আশ্রয় দিয়েছিল। মা’র কথা, মায়েদের কথা লিখে গিয়েছিলাম নিজের মতই। আজ দু’বছর হয়ে গেল তিনি চলে গেছেন, কিন্তু এই কবিতাগুলির সঙ্গে তিনি যেন আমার সঙ্গেই জড়িয়ে আছেন”…

বলছিলেন জয়া চক্রবর্তী। কবিতার জগতে তিনি একদম নতুন। কিন্তু অনুভূতি? সেটা তো চিরন্তন! মায়ের সঙ্গে তাঁর ভাব-ভালবাসা যে আমাদের প্রত্যেকের গল্প। সেখান থেকেই উঠে আসে ‘৪ঠা নভেম্বর’। কবি জয়া চক্রবর্তীর প্রথম কবিতার বই। প্রকাশক অনামিকা প্রকাশনী। কলেজ স্ট্রিটের মহাবোধি সোসাইটি হলে বইটির আনুষ্ঠানিক প্রকাশ হল সোমবার বিকেলে। উপস্থিত ছিলেন সুবোধ সরকার-সহ অন্যান্য বিশিষ্টজনেরা। উপস্থিত ছিলেন কবির আত্মীয় পরিজনরাও।

২০১৭-এর এমনই এক ৪ঠা নভেম্বরে মারা গিয়েছিলেন জয়া চক্রবর্তীর মা। যতবারই সেই প্রসঙ্গ উঠছে, কবি’র চোখ যেন একটু ছলছল করে উঠছে। একান্ত আলাপে বলছিলেন নিজের পরিস্থিতির কথা। মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছিলেন তিনি। যৌথ পরিবারে বড় হওয়া জয়াদেবীকে সবসময় জীবনের শিক্ষা দিয়ে গিয়েছিলেন তিনি। জানিয়ে গিয়েছিলেন সেই মহামন্ত্র- ‘যে সয়, সে-ই রয়’। সারাজীবন মায়ের কথাগুলোই পাথেয় করে গিয়েছিলেন তিনি।

মায়ের চলে যাওয়ার ১১ মাসের মধ্যে তাঁর বাবাও চলে যান। আবারও ঝড়, আবারও ধাক্কা। মায়ের চলে যাওয়ার ধাক্কাও সামলে উঠতে পারেননি তিনি। এমন সময়, কবিতাই সান্ত্বনা হয়ে উঠেছিল তাঁর। কলেজ জীবন থেকেই একটু আধটু লেখালেখির শুরু। সেই লেখাই তাঁকে ‘মা’ হয়ে আগলে রাখল। তৈরি হল ‘৪ঠা নভেম্বর’।
মায়ের চলে যাওয়া আজও ফিরে ফিরে আসে তাঁর কাছে। পাশে না থাকার বেদনাও তাড়া করে। সেই দুঃখ থেকেই লিখেছিলেন- "এখন তো আর ফোন আসে না/ কেউ করে না খোঁজ/ কেমন আছি কোথায় আছি/ খাচ্ছি কিনা রোজ"।

বইটির প্রতিটি পরতে ছড়ানো মায়ের কথা। তবে শুধু কি মা? বাবা আসেনি? জয়াদেবী হাসেন- “এই বই শুধু মায়ের নয়, নারীদের। মা, এবং মায়ের মতো অন্যান্য নারীদের কথা, যারা আমাদের সবসময় লড়াইয়ের শিক্ষা দিয়ে গেছেন, তাঁদের কথা। সচেতনভাবেই পুরুষদের বাদ দিয়েছি। একটা সময় মেয়েরা অনেক সংগ্রাম করে উঠে এসেছে। আজ পরিস্থিতি বদলাচ্ছে। কিন্তু সেই সংগ্রামটাও তো গুরুত্বপূর্ণ’।

সেই সব কিছু মিলিয়েই জানুয়ারির শহরে প্রকাশিত হল জয়া চক্রবর্তীর ‘৪ঠা নভেম্বর’। বইমেলা দরজার গোড়ায় চলে এসেছে প্রায়। তারই মাঝে মা, কবিতা আর স্মৃতি নিয়ে মশগুল হয়ে রইল কলেজ স্ট্রিট চত্বর।

Latest News See More